কলিজা ছিঁড়ে যায় জননীর ক্রন্দনে.........!!!!!
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১২ মে, ২০১৪, ১২:৩৯:৪১ রাত
ঠিকানা মা’র বৃদ্ধাশ্রম!
খোঁজে ইজ্জত আর সভ্রম!!
চলছে পিষণ অহর্নিশ;
গিলছে তারা মরণ বিষ।
লজ্জা পেয়ে কাঁদে ধরা;
করছে না কেউ ধরাকে সরা।
রক্তাক্ত তীর বিষাদ বুকে;
যাবে জনম ধুঁকে ধুঁকে।
দিন কাটে চোখের জ্বলে;
দুই চোখ তিমির কূলে।
জাতি আজ নির্বাক!
অন্তর পুড়ে খাক।
ব্যাংক শূন্য হয় মা’কে খাওয়ালে!
এই চিন্তা পুষে পুত্রের দিলে।
ক্ষোভের নেই কোনই কারণ;
এ সমাজের এটাই ধরণ।
ভালোবাসার গোলক ধাঁধাঁ;
স্বার্থের শিকলে বাঁধা।
বৃদ্ধার বয়সের ভার;
এযেন জঞ্জালের পাহাড়।
সন্তান বিলাসী প্রাসাদে;
অচল দেহ করুণার ফাঁদে।
সময় কাটে চেয়ে পথপানে;
ধারালো ছুরি কলিজায় হানে।
কালের জীবন বিষাদে ঢাকা;
সব হারিয়ে চারিদিক ফাঁকা।
সম্বল শুধু অশ্রুর বন্যা;
পাশে নেই পুত্র কন্যা।
মানুষ নয় যেন পাথর;
ঘৃণা জানায় মায়ের জঠর।
হায়রে অভাগা সন্তান;
ঋণ শোধিতে মাতৃ স্তন।
কষ্ট পায় বনের পশু;
চেয়ে রয় অবোধ শিশু।
কলিজা ছিঁড়ে খান খান;
অবজ্ঞা-অবহেলা প্রতিদান।
মায়ের এতো দুঃখ জ্বালা;
নিয়তির দেয় মালা।
সন্তানেরা ভোগে ব্যস্ত;
খুশির ফোয়ারায় আছে ন্যস্ত।
সইতে নারে ধরিত্রীর প্রাণ;
সন্তানরা হারিয়েছে দুনো জাহান।
জননীর পদতলে আছে জান্নাত;
ধর্মের নেই জ্ঞান, নেই জাত-পাত।
বিষয়: বিবিধ
১২৮৫ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
২ 220460 ১২ মে ২০১৪ রাত ০১:১০
সন্ধাতারা লিখেছেন : মহান রাব্বুল আলামিন যেন আপনার দোয়া কবুল করেন। আপনার সর্বাঙ্গীণ সুন্দর ও সুস্থতার জন্য দোয়া রইল।
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।
লিখুন আপু মন খুলে লিখুন।
it's a simple mistake....
Please be care full about the comments answer.
for every mistake there should have a penalty . . .
It's will be a new post in your blog.
JAJAKALLAH for ask me...
In which question answer ?? How to write good English ? If english typing I got the answer if not I can't guess......
Hariken is in blog I see he has given comments into blogger Atik brothers blog.
Jajakallah for dua.........
I also pray for you too... ALLAH subahanahu watala give you paradise Life and also after life.
Shukriya apuji you please take care yourself.....
কোন তুলনা করা চলে না।
সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন