পঞ্চাশতম লিখনীতে বিডি পরিবারকে প্রাণঢালা উষ্ণ অভিনন্দন এবং একটি প্রস্ফুটিত পুষ্পের সংক্ষিপ্ত ইতিবৃত্ত
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৩ মে, ২০১৪, ০৫:১১:০৬ বিকাল
স্বপ্নের সীমানা ডিঙ্গিয়ে হাটি হাটি পা করে যে অবিশ্বাস্য সত্যটি আজ আমার সামনে উপস্থিত এর পুরো কৃতিত্ব এবং পাওনা আমার অতি প্রিয়ভাজন শ্রদ্ধেয়/শ্রদ্ধেয়া বিডি ব্লগ পরিবার। সেইসাথে বিনম্র চিত্তে সম্মান জ্ঞাপন করছি সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ যাদের নিরলস প্রচেষ্টায় ও ঐকান্তিক ইচ্ছায় এই বিডি পরিবারের জন্ম। কঠিন বাস্তবতার বেড়াজাল ছিন্ন করে এই পরিবারের অহর্নিশ আন্তরিক সহযোগিতা, আমাকে প্রতিনিয়ত লিখতে অদম্য আগ্রহী ও উৎসাহী করে তোলা, নিখাদ অনুপ্রেরণা জোগানো, গঠনমূলক উপদেশ দান এবং সর্বোপরি বিজ্ঞ সমালোচনার মাধ্যমে সংশোধনের সুযোগ করে দেয়া আজকের আমিকে লিখার জগতে একটু একটু করে আত্মবিশ্বাসী করে এ পর্যায়ে নিয়ে এসেছে। আজকের এই দিনে তাই বিডি পরিবারের প্রত্যেকের প্রতি রইলো আমার আন্তরিক প্রাণঢালা উষ্ণ অভিনন্দন, গভীর কৃতজ্ঞতা এবং হৃদয় উজাড় করা অনিঃশেষ দোয়া। মহান রাব্বুল আলামীন এই পরিবারের সকলকেই উত্তম পুরুস্কার দান করুণ এবং সত্য-শাণিত লিখার মাধ্যমে দেশ ও দশের সেবা করার তৌফিক দান করতঃ দুনো জগতের কামিয়াবী হাসিলের সৌভাগ্য নসীব করুণ। আমীন।
একই কর্মক্ষেত্রে কাজ করার সুবাদে খুব কাছ থেকে দেখা একজন মহৎপ্রাণ মানুষের আন্তরিক প্রচেষ্টায় মূলতঃ আমার “বিডি পরিবার” জগতে পদার্পণ। তাঁর জ্ঞান চর্চার সুতীব্র বাসনা, বইয়ের জগতে একনিষ্ঠ আরাধনা, অপরিসীম ত্যাগ ও ধৈর্য, প্রতিনিয়ত নতুন কিছু জানার অদম্য স্পৃহা এবং নিরলস নিবেদিত অবগাহন আমাকে বিস্মিত, বিমোহিত ও অনুপ্রাণিত করেছে। তাঁর প্রকাশিত অনেক আলোড়ন সৃষ্টিকারী বইয়ের মধ্যে যেমন; অন্তর মম বিকশিত করো, ধরণীর পথে পথে, টাইন নদীর ওপার থেকে ও ইসলামী শাসন ব্যবস্থাঃ মৌলিক দর্শন ও শর্তাবলি উল্লেখযোগ্য। তিনি আমাদের প্রস্ফুটিত পুস্প সন্মানিত ব্লগার “হকভাই”। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও অনিঃশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই বিশেষ মুহূর্তে। দয়াময় “হক ভাই” সহ ওনার পরিবারের সকলকেই সুস্বাস্থ্য ও উভয় জাহানের অনন্ত অনাবিল সুখ-শান্তি দান করুণ, সকাতরে প্রাণভরে মাবুদের কাছে এই দোয়া করি। আল্লাহু আকবর।
এসো সবে মিলে গড়ে তুলি সুখ-শান্তি ভরা দেশ;
বিডি পরিবার জাগিয়ে তুলুক ভ্রাতৃত্বের পরিবেশ।
হানাহানি, খুনাখুনি, অশান্তি চাই নাকো মোরা;
ভুলি নাই, ন্যায়ের ঝাণ্ডা উড়াতে গিয়ে জীবন দিয়েছে যারা।
ছালাম জানাই বীর শহীদদের মোদের অশ্রুজ্বলে;
প্রার্থনা মাগি মাবুদের কাছে হৃদয়ের মিনতি ঢেলে।
বিষয়: বিবিধ
১৪৬১ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"এসো সবে মিলে গড়ে তুলি সুখ-শান্তি ভরা দেশ;
বিডি পরিবার জাগিয়ে তুলুক ভ্রাতৃত্বের পরিবেশ।"
ধন্যবাদ
ইসলামী আন্দোলনের জন্য গভীর ভালবাসা রয়েছে।
সারা বিশ্বের ইসলামী আন্দোলনের কথা চিন্তা করেন। আশা করি আগামী লেখাগুলো ইসলামী আন্দোলন মুখি হবে। আপনার লেখা পড়ে সবাই ইসলামের-পথে পা বাড়াবে।এখানে অনেক আপুই লিখে তাদের লেখা পড়ে ইসলামী আন্দোলনের কোন স্পিরিট পাওয়া যায় না। আল্লাহ যেন আপনার হাতকে গতিশীল করেন
লিখেন আরো বেশি করে লিখেন সাথে ছিলাম এবং আছি
’হকভাই’নামের কোন নিক পেলাম না। দয়া করে জানাবেন কোন ’হক’
•আমিনুল হক হীরা
•মোঃ এনামুল হক
•শামসুল হক বেলাল
•এনামুল হক
•মাঈন হক
•হক সাহেব
•মুহাম্মদ মুরশেদুল হক
•নিয়াজুল হক সাগর
•এমদাদ উল্লাহ্ ও এমদাদ উল্ হক্ব্
•এমদাদুল্লাহ এমদাদুল হক্ব
•একরামুল হক
•আবরারুল হক
•সুমাইয়া হক
•মোঃফজলুল হক
•রবিউল হক খালেদ
•হক্বকথা
•আসমহক
•লুবা হক
•ইমদাদ হক
•সানাউল হক জাপান
•শারমিন হক
•এমডাডুল হক পারভেজ
•মাগফুরুল হক
•মুহাম্মদ হক নাজমুল
•আনোয়ারুল হক খান
•জহির উল হক
•মাহবুবুলহক
•মাহমুদুল হক মিদুল
•মহক১
•নেয়ামুল হক
•মুহাম্মদ একরামুল হক
•দিদারুল হক সাকিব
•এহতেরামুল হক
•জবলুল হক
•ক্বালামুল হক্
•ড ফজলুল হক তুহিন
•মুহাম্মদ শাকিরুল হক
•নাইমুল হক
•নাঈমুল হক
•নাঈমুল হক
রিপোর্ট করুন
আমাদের জন্য দোয়া চাই।
অভিনন্দন আপনাকে।
আমি ভাই আপুনা।
তোমার বাবুরা কেমন আছে?
আপু এই হারিকেন ভাবিটা খুব ভালো একটা ভাবি।
মন্তব্য করতে লগইন করুন