নির্বাচনঃ তিতা না বিষ
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৬ জানুয়ারি, ২০১৪, ০১:১৮:০০ রাত
কথায় বলে লেবু বেশী চিপরালে হয় তিতা, আরও বেশী চিপরালে হয় বিষ। গাঁয়ে মানে না আপনে মোড়ল, আ’মিলীগের নির্বাচনের দশাও তদ্রুপ। সারাদেশের ভোটাররা ভোটকেন্দ্রে অনুপস্থিত থেকে বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে শেখ হাসিনার সরকার তাদের কাছে এখন শুধু তিতাই নয়, বিষ। নষ্ট নেতাদের ভ্রষ্ট নির্বাচন জাতি তাই ঘৃণাভরে প্রত্যাখান করেছে। এরপর গাঁয়ের জোরে ক্ষমতায় থাকলে প্রতিবাদী সংগ্রামী জনতা শোষক লীগকে জনমের শিক্ষা দিবে।
বিষয়: বিবিধ
১০১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন