দেশ বাঁচাতে এগিয়ে আসুন
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ৩১ ডিসেম্বর, ২০১৩, ০৪:০২:২৩ রাত
শেখ হাসিনা স্বৈরাচার
দেশটা এখন কারাগার।
পুড়িয়ে করছে ছারখার
চারিদিকে হাহাকার।
পথ পাবে না পালাবার
নেই কিছু আর হারাবার।
রক্ত গঙ্গা দেশ জুড়ে
জননীরা ডুকরে মরে।
বিধবাদের আহাজারি
আর তো মোরা সইতে নারি।
:-
দেশ আজ রসাতলে
বুদ্ধিজীবীরা কি বলে?
:!
বাংলাদেশ আজ হিন্দুস্তান
ভারতের হাতে সমাধান!!!!!
ধিক জনতা দেখবি খেলা
দখলদারির জমছে মেলা।
টক শোতে কুবুদ্ধি বেঁচে
কাঁথার ভেতর আঙ্গুল চোষে।
সোনার বাংলা হল কয়লা
হাজারো ধুলে যায়না ময়লা।
‘র’ হাতে পুরো দেশ
হাসিনা মোদের করলো শেষ।
জ্বলছে দেশ পুড়ছে মানুষ
কবে হবে জনতার হুঁশ???
কোথায় মুসলিম? কোথায় জেহাদ?
ঘরের কোণে করে মোনাজাত!!!!!!
নবী-রসুলের পথ ধরো
আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো।
সীসা ঢালা প্রাচীর গড়ো
দেশের মাটি মুক্ত করো।
বিষয়: বিবিধ
১৩১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন