“মহান রাব্বুল আলামীনের গুণগান”
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৩ নভেম্বর, ২০১৩, ১২:১০:১৪ দুপুর
পরম দয়ালু আল্লাহ্, মহারক্ষক, মেহেরবান, পরম দয়াবান;
তিনিই পরাক্রমশালী, রিজিকদাতা, তিনিই রহমান।
তিনিই বলশালী, প্রতাপশালী, কার্যনির্বাহক, সর্বশক্তিমান;
তিনিই মহাপরীক্ষক, সর্বদ্রষ্টা, রক্ষাকারী, মহীয়ান-গরীয়ান।
তিনিই প্রত্যক্ষকারী, নিরাপত্তাকারী, মীমাংসাকারী, শান্তিবিধায়ক;
জীবন-মরণদাতা, তিনিই মালিক মোদের, নিষ্কলুষ, তিনিই একক।
তিনি সর্বাধিকারী, পুনঃসৃষ্টিকারী, মহা ক্ষমাশীল, বিজয়দানকারী;
তিনিই অনাদী, অভিনব সৃষ্টিকারী, মহাজ্ঞানী, জগৎ সৃষ্টিকারী।
তিনি সম্মানদাতা, জীবিকা দাতা, তিনিই অনন্ত মহিমাময়;
সর্বশ্রোতা, মহারক্ষক, মহৎ তিনি, তিনিই গৌরবময়।
বিরাট, গুণগ্রাহী, সুউচ্চ, বিচক্ষণ তিনি, তিনিই প্রেমময়;
তিনিই সর্বজ্ঞ, সহিষ্ণু, তওবা গ্রহণকারী, দাতা অতিশয়।
তিনিই প্রার্থনা গ্রহণকারী, গুপ্ত, নিরীক্ষণকারী, ন্যায়পরায়ণ;
কোমল হৃদয় তাঁর, তিনিই মহামান্য, মহা মহীয়ান।
তিনিই ধৈর্যশীল, ক্ষমাশীল, বিচক্ষণ, আর অভাবমোচনকারী;
তিনি সম্পদশালী, রাজ্যের মালিক, কল্যাণময় ও প্রতিরোধকারী।
তিনি অভাবমুক্ত, প্রবল, প্রশংসিত, ন্যায়বান, বিশ্ব জাহানের দ্যুতি;
সত্যদর্শী, পথ প্রদর্শক, চিরস্থায়ী, অভিভাবক তিনিই, মুমিনের জ্যেতি।
বিষয়: বিবিধ
১২৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন