“গণতন্ত্রের ফাঁসি’’

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৬ নভেম্বর, ২০১৩, ০৯:৩২:১৩ রাত



ভয়ঙ্কর আতঙ্কে প্রহর গুনছে ভীত দেশবাসী;

মহা ধুমধামে কার্যকর হবে গণতন্ত্রের ফাঁসি।

Give Up Give Up Give Up

মরণ কামড় দিতে মোতায়েন পুলিশ, বিজিবি, র্যা ব;

দিকে দিকে আগুনের স্ফুলিঙ্গ, আর কিলিং স্কোয়াড।

Give Up Give Up Give Up

তাজা রক্তের নেশায় মরিয়া হিংস্র শয়তান;

রুদ্ধশাসে প্রহর গুনে কোটি মুসলমান।

Give Up Give Up Give Up

কত নির্যাতন? কত রক্ত? কত লাশ তাদের চাই?

সোনার বাংলা, মীরজাফররা পুড়ে করলো ছাই।

Give Up Give Up Give Up

দেশজুড়ে অনিশ্চয়তা, অশান্তি আর নিত্য দুর্ভোগ;

এযেন নিয়তি আজ, মাতম আর শোক।

Give Up Give Up Give Up

বিচারের নামে প্রহসন মানে না জনগণ;

ফ্যাসিবাদ, সন্ত্রাসবাদ হবে খান খান।

Give Up Give Up Give Up

মিথ্যাচার আর ধরপাকড়ে জড় জড় জাতি;

জনগণের দুশমন এরা নকল গণতন্ত্রের হাতি।

Give Up Give Up Give Up

ক্ষমতার অক্টোপাসে বাধা জিম্মি জনগণ;

চারিদিকে বুলেট-বারুদ সেনা অভিযান।

Give Up Give Up Give Up

রক্তচোষা নেতার দল গড়েছে রাজপ্রাসাদ;

অপহরণ, গুম, ধর্ষণের সেঞ্চুরিসহ নিত্য নতুন ফাঁদ।

Give Up Give Up Give Up

মুখের কথা কেড়ে নিয়ে করে কণ্ঠরোধ;

ঘুমন্ত, বিপন্ন জাতির কবে হবে বোধ?

Give Up Give Up Give Up

ধর্ম আর দেশ বাঁচাতে প্রস্তুত হও দেশের জনগণ;

লড়বো নয় মরবো এই হোক মোদের পণ।

Give Up Give Up Give Up

জাগো জাতি, মারো লাথি, ভাঙ্গো জেলের তালা;

জালিমদের প্রতিরোধ করো জুড়াও মনের জ্বালা।

Give Up Give Up Give Up

রক্ত দেবো, দেবো জান গোলামী আর নয়;

সংগ্রামী জনগণ ছিনিয়ে আনবে জয়।



বিষয়: বিবিধ

৯৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File