“গণতন্ত্রের ফাঁসি’’
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৬ নভেম্বর, ২০১৩, ০৯:৩২:১৩ রাত
ভয়ঙ্কর আতঙ্কে প্রহর গুনছে ভীত দেশবাসী;
মহা ধুমধামে কার্যকর হবে গণতন্ত্রের ফাঁসি।
মরণ কামড় দিতে মোতায়েন পুলিশ, বিজিবি, র্যা ব;
দিকে দিকে আগুনের স্ফুলিঙ্গ, আর কিলিং স্কোয়াড।
তাজা রক্তের নেশায় মরিয়া হিংস্র শয়তান;
রুদ্ধশাসে প্রহর গুনে কোটি মুসলমান।
কত নির্যাতন? কত রক্ত? কত লাশ তাদের চাই?
সোনার বাংলা, মীরজাফররা পুড়ে করলো ছাই।
দেশজুড়ে অনিশ্চয়তা, অশান্তি আর নিত্য দুর্ভোগ;
এযেন নিয়তি আজ, মাতম আর শোক।
বিচারের নামে প্রহসন মানে না জনগণ;
ফ্যাসিবাদ, সন্ত্রাসবাদ হবে খান খান।
মিথ্যাচার আর ধরপাকড়ে জড় জড় জাতি;
জনগণের দুশমন এরা নকল গণতন্ত্রের হাতি।
ক্ষমতার অক্টোপাসে বাধা জিম্মি জনগণ;
চারিদিকে বুলেট-বারুদ সেনা অভিযান।
রক্তচোষা নেতার দল গড়েছে রাজপ্রাসাদ;
অপহরণ, গুম, ধর্ষণের সেঞ্চুরিসহ নিত্য নতুন ফাঁদ।
মুখের কথা কেড়ে নিয়ে করে কণ্ঠরোধ;
ঘুমন্ত, বিপন্ন জাতির কবে হবে বোধ?
ধর্ম আর দেশ বাঁচাতে প্রস্তুত হও দেশের জনগণ;
লড়বো নয় মরবো এই হোক মোদের পণ।
জাগো জাতি, মারো লাথি, ভাঙ্গো জেলের তালা;
জালিমদের প্রতিরোধ করো জুড়াও মনের জ্বালা।
রক্ত দেবো, দেবো জান গোলামী আর নয়;
সংগ্রামী জনগণ ছিনিয়ে আনবে জয়।
বিষয়: বিবিধ
৯৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন