অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ঝাণ্ডা সমুন্নত রাখুন

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৬ অক্টোবর, ২০১৩, ০২:০০:৩৬ রাত

আওয়ামীলীগ নেতাদের দুঃসাহসী লাগামহীন আচরণ এবং কথাবার্তার সাথে আমাদের দেশের জনগণ ভালভাবেই পরিচিত বলা যায় একরকম অভ্যস্ত হয়ে গেছে। তারা বোধকরি ধরেই নিয়েছেন দেশের নেতা-হোতারা সময়ে-অসময়ে মেজাজ মর্জি ঠিক না থাকলে এক আধটু গালিগালাজ করতেই পারেন। এতে অপমানবোধ বা লজ্জিত হওয়ার কি-বা আছে? কারণ তারা জানে এরা সন্ত্রাসী, ধর্ষণকারী, ভূমিখেকো, খুনি, মিথ্যাচারী, দেশের সম্পদ লুণ্ঠনকারী এদের বিরুদ্ধে কথা বললে হয় জান দিতে হবে নয়তো সারা জীবন বিকলাঙ্গ হয়ে ধুকে ধুকে মরতে হবে। এর চেয়ে বরং শুনেও না শুনার ভান করে থাকাই শ্রেয়। অতি অল্প সংখ্যক ছাড়া তাইতো যাদের হাতে কলম তারা প্রতিবাদের বদলে নিজের ভুঁড়ি তাজা ও চামড়া বাঁচানোর অতি সহজ রাস্তা বেঁচে নিয়েছে। বুদ্ধিজীবীরা ঘরে বসে বক্তৃতা বিবৃতি কিংবা টেলিভিশিন এর পর্দায় বড় বড় কথা বলে বুদ্ধির মহড়া দিচ্ছে। রাজনীতিবিদরা আন্দোলনের কর্মসূচী ঘোষণা করে এ সি রুমে বসে রিমোট টিপছে। নেতা-নেত্রীরা বিরোধী দলের কলংক থেকে মুক্তির জন্য মাঠে ময়দানে বিক্ষিপ্ত বক্তৃতা ঝাড়ছে।

এতে করে আর যাই হোক গন্তব্যস্থলে পৌঁছান যে সম্ভব নয় তা বোধকরি বর্তমান ক্ষমতাসীনরা প্রায় নিশ্চিত। তারা প্রতিনিয়ত সাধারণ জনগণকে হামকি-ধামকি দেয়া থেকে শুরু করে “ছাগল” বানিয়ে ছাড়ছে। তাই দেশের সমস্ত শ্রেণি পেশার মানুষের কাছে একান্ত আবেদন জীবনের চেয়ে মানুষের আত্মমর্যাদাবোধ সন্মানবোধ অনেক বেশী। নিজেদের কথা না ভেবে আগামী প্রজন্মের নিরাপদ আশ্রয়ের দিকে তাকিয়ে হলেও স্ব স্ব স্থান থেকে প্রতিবাদের ঝাণ্ডা নিয়ে রাজপথে নামুন। এটাই আজ সময়ের দাবী।

বিষয়: বিবিধ

১০০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File