আমার সোনামণির ২য় জন্মদিনে সকলের কাছে দোয়া কামনা
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১১ জুন, ২০১৩, ১০:৫০:০৩ রাত
জ্যোতি
এসেছিল ধরায় আজকের দিনে আলোকিত করে পৃথিবীর বুক;
কি যে অনুভূতি বলতে পারিনা! দেখে সেই স্বপ্নের চাঁদমুখ।
কোন বিশেষণেই হয়নাতো যুতসই, বুঝি তার জন্য;
সে কেবলিই একজন, আমার হৃৎপিণ্ড, সে যে সত্যিই অনন্য।
সোনা-রূপা, হীরক-মতি, চুনি-পান্না নয়তো তার চেয়ে দামী;
সে আমার অনন্ত সুখের ঠিকানা, দিয়েছেন মোর মহান প্রভু স্বামী।
যত ডাকি তারে, আবেগের ঘোরে, বুকে বুক যায় মিশে;
আদরে আদরে ভরিয়ে দেয় মন, দিনের ক্লান্তি শেষে।
জীবনের এ এক পরম পাওয়া বুঝিনিতো আমি আগে;
মনের মাধুরী মিশিয়ে যখন ভাবি, কি অভিনব পুলক যে জাগে!
সে আমার অবারিত শান্তির ফল্গুধারা, বুকের মানিক ধন;
এই পৃথিবীর অনেকের ভিড়ে, সে আমার অতি আপনজন।
কচি হাতের সেবায় ভরিয়ে দেয় জীবনের অপূর্ণ সাধ;
দুঃখগুলো নিমিষেই উবে যায়, যেন বালির বাধ।
এত সুখ, এত বোধ, এত মায়া শুধু বিধাতাই জানে;
মধুময় রাজ্যে একা বসে ভাবি, নির্জনে-বিজনে-কূজনে।
দু’বছরের পূর্ণিমার দ্যুতি বহিছে আজ আকাশে-বাতাসে;
বিশ্বজাহান আমোদিত আজ কি যে মুগ্ধ আবেশে।
সে আমার জান্নাতের হুর, আনন্দের জয়গান;
সে আমার মৃত জীবনের নাড়ীর স্পন্দন।
সে আমার বেহেস্তের বাগিচা, সদ্য ফোটা মনোহরী ফুল;
সে আমার নকশী কাথার মত, সুখ গাঁথা স্মৃতি নীলাম্বরী নীল।
শোভিত করো, সুন্দর করো, উজ্জীবিত করো প্রাণের শ্বাস;
উন্মীলিত হোক রুদ্ধ দুয়ার, ছড়িয়ে যাক শুভ নির্যাস।
সুবাসিত করো, কল্যাণ করো, জাগিয়ে দাও সত্যের শিহরণ;
তারে মহতী করো, দরদী করো, সঞ্চারিত করো প্রানে প্রাণ।
দোয়া মাগি আজ সবার তরে, করো প্রভু তারে পুন্যময়;
আমার হৃদয়ের জ্যোতি যেন করে পৃথিবী আলোকময়।
বিকশিত করো, মঙ্গল করো, তারে তুমি হে দয়াময়;
আজকের দিনে এই শুধু চাওয়া মোর এ জগতময়।
বিষয়: বিবিধ
১৪৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন