বিডি ব্লগের প্রথম দিনে সকলকেই আমার সশ্রদ্ধ ছালাম ও শুভেচ্ছা
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০১ জুন, ২০১৩, ০৩:৪৮:২৬ রাত
অপূর্ণ সাধ
ইচ্ছে করে আকাশ ছুঁয়ে দেখি;
স্বপ্নসাধ পূর্ণ হতো হতাম যদি পাখী।
চাঁদের আলোয় মিশে যেতে ইচ্ছে করে বড়;
জীবনটা মোর মধুর হতো সত্যিই মনোহর।
জোছনা রাতে জোনাকি হয়ে জ্বলতে ইচ্ছে করে;
দূর পাহাড়ে হারিয়ে যেতাম পাখনা মেলে উড়ে।
হতাম যদি সাগরের ঢেউ বিশাল বক্ষমাঝে;
হারিয়ে গেলে মন্দ কিসে সকাল বিকাল সাঁঝে।
নিশীথ রাতের নিস্তব্ধতা হতাম যদি আমি;
হৃদয় পটে এঁকে রাখতাম হে মোর অপরূপা জন্মভূমি।
বিষয়: বিবিধ
১৩৪২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো থাকুন, খুব ভালো আংকেল। আপনাদের সবার জন্য দোয়া রইলো।
মন্তব্য করতে লগইন করুন