বিডি ব্লগের প্রথম দিনে সকলকেই আমার সশ্রদ্ধ ছালাম ও শুভেচ্ছা

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০১ জুন, ২০১৩, ০৩:৪৮:২৬ রাত



অপূর্ণ সাধ

ইচ্ছে করে আকাশ ছুঁয়ে দেখি;

স্বপ্নসাধ পূর্ণ হতো হতাম যদি পাখী।

Thumbs Up Thumbs Up Thumbs Up

চাঁদের আলোয় মিশে যেতে ইচ্ছে করে বড়;

জীবনটা মোর মধুর হতো সত্যিই মনোহর।

Cheer Cheer Cheer

জোছনা রাতে জোনাকি হয়ে জ্বলতে ইচ্ছে করে;

দূর পাহাড়ে হারিয়ে যেতাম পাখনা মেলে উড়ে।

Bee Bee Bee

হতাম যদি সাগরের ঢেউ বিশাল বক্ষমাঝে;

হারিয়ে গেলে মন্দ কিসে সকাল বিকাল সাঁঝে।

Cheer Cheer Cheer

নিশীথ রাতের নিস্তব্ধতা হতাম যদি আমি;

হৃদয় পটে এঁকে রাখতাম হে মোর অপরূপা জন্মভূমি।



বিষয়: বিবিধ

১৩৪২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308402
১১ মার্চ ২০১৫ রাত ১০:৪১
আবু জান্নাত লিখেছেন : মাশা-আল্লাহ, খুব সুন্দর কবিতা লেখছেন দেখছি।
১২ মার্চ ২০১৫ রাত ১২:৫৮
249492
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ আংকেল। মন্তব্য কলামে আমার প্রথম লিখায় মন্তব্য দেখে একটু বিস্মিত হয়েছি বটে! ভেবেছিলাম কে আমার প্রথম লিখায় এতদিন পর মন্তব্য করলো। শেষে কৌতূহল নিয়ে আবিষ্কার করলাম আমার লিটল আংকেল। ভীষণ আনন্দ হল। খুশীতে মনটা ভরে গেল মুহূর্তের জন্য। অনেক অনেক দোয়া আসলো ভিতর থেকে। যদিও আগের মন্তব্যগুলো ব্লগের ত্রুটির কারণে এখন আর দৃশ্যমান নয়।
ভালো থাকুন, খুব ভালো আংকেল। আপনাদের সবার জন্য দোয়া রইলো।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File