দুই মুফতির ফতোয়ায় ভারতে তোলপার। ফেসবুকে মেয়েদের ছবি পোস্ট করা ইসলাম-বিরোধী? আনন্দবাজার

লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ১১ আগস্ট, ২০১৩, ০৬:০৯:২৪ সন্ধ্যা



ফেসবুক, ট্যুইটারে প্রোফাইল বানানো, ছবি পোস্ট করা ইসলাম-বিরোধী বলে জানালেন দু'ই মৌলবি। লখনউয়ের দু'টি ইসলামি হেল্পলাইনের ওই প্রধানরা তাই অল্পবয়সীদের, বিশেষ করে মেয়েদের সোস্যাল নেটওয়ার্কিং সাইটে প্রোফাইল ও ছবি না দেওয়ার পরামর্শ দিচ্ছেন। ওই হেল্পলাইন দু'টির একটি শিয়া মুসলিমদের। অন্যটি সুন্নি মুসলিমদের জন্য।

রমজান মাসে দু'টি হেল্পলাইনেই অসংখ্য ফোন এসেছে। জানতে চাওয়া হয়েছে, সোস্যাল সাইটে বানানো প্রোফাইল দেওয়া কি ইসলামে বৈধ? সুন্নি মুফতি আদুল ইরফান নাইমুল হালিম ফিরাঙ্গি মাহলির উত্তর, ফেসবুকে কারও মুখ না দেখেই তোমরা বন্ধু পাতিয়ে ফেলছ। বরং বাস্তব জীবনে প্রেম-ভালোবাসার খোঁজ করো। তাছাড়া সোস্যাল সাইটের মাধ্যমে গড়ে ওঠা সম্পর্ক ভাল হয় না। মুফতি তরুণ-তরুণীদের বলছেন, বাস্তব দুনিয়ার মাটিতে পা রেখে চল। প্রযুক্তির হাত ধরে তৈরি জগতে থেকো না।

হেল্পলাইনে মাসে যে হাজারের বেশি ফোন আসে, সেগুলির ৫০ শতাংশেরই জিজ্ঞাসা ইন্টারনেটের ব্যবহার নিয়ে মুফতির ব্যাখ্যা। কেউ ব্যবসা বা গঠনমূলক কাজে ফেসবুকে থাকলে সেটা মানা যায়। কিন্তু মেয়েদের বন্ধুত্ব পাতানোর জন্য ফেসবুকে থাকা একেবারেই না-পসন্দ মুফতির। তাঁর সাফ কথা, ফেসবুক বা ইন্টারনেটে অন্য কোথাও মেয়েরা যেন ছবি পোস্ট না করে। এটা ইসলাম-বিরোধী কাজ। এই দৃষ্টিভঙ্গি সমর্থন করেছেন শিয়া গোষ্ঠীর মৌলবি মৌলানা সইফ আব্বাস নকভি। তিনি বলছেন, মেহরান (বাবা, ভাইদের মতো পুরুষ আত্মীয়) ছাড়া কাউকে মুখ দেখানোর অনুমতি নেই মেয়েদের অতএব ফেসবুকে মেয়েদের নিজেদের ছবি পোস্ট করা হারাম অর্থাৎ নিষিদ্ধ। তিনি এও বলেছেন, তালিবানি মনোভাব নেই আমাদের। আমরা খোলামেলা, উদার। তাই অল্পবয়সীরা যখন জানতে চায়, ফেসবুক বা ট্যুইটারে প্রোফাইল দেওয়া যায় কিনা, আমরা না করি না। কিন্তু শরিয়তে মেয়েদের ছবি পোস্ট করার নিয়ম নেই। নাকভির যুক্তি, ইসলামে মেয়েদের হিজব ব্যবহার করতে বলা হয়েছে প্রকাশ্যে তাদের মুখ ঢেকে রাখার কথা তাহলে ইন্টারনেটে কী করে ছবি দেয় তারা?

লখনউয়ের প্রখ্যাত উলেমা-ই-ফারাঙ্গি মহল পরিবারের লোক এই মুফতি বলেছেন, ইন্টারনেটে গড়ে ওঠা কত বন্ধুত্বের সম্পর্ক বাস্তবে তিক্ত হয়ে উঠতে দেখলাম! জালিয়াতি, প্রতারণা, ধোঁকাবাজি থেকে আমাদের বাঁচতে হবে।

বিষয়: বিবিধ

১৭৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File