۞۞ ঈদের আনন্দে পায়ের জুতা যখন হাতে নিয়ে হাটতে হয় ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১১ আগস্ট, ২০১৩, ০৬:০৯:২৯ সন্ধ্যা
আমাদের দেশে ঈদের মওসুমে জুতা কারখানা গুলোতে ভাল মানের জুতা তৈরী হয় বলে মনে হয় না। বেশী্র ভাগ ব্যবসায়ী বেশী মুনাফা লাভের আশায় নিন্মমানের জুতা তৈরী করে থাকে। আর বিক্রেতাও ঈদের সময় ক্রেতাদের কাছ থেকে ইচ্ছেমত দাম নিতে লজ্বাবোধ করে না।
আমাদের দেশে ঈদের আনন্দে ছোট-বড় সবাই বেড়াতে ভালবাসে। কেউবা পায়ে হেটে কেউবা গাড়ী নিয়ে বিভিন্ন আত্বীয়-স্বজনদের বাড়ীতে বেড়াতে যায়। ছোট ছোট ছেলে-মেয়েরা দল বেঁধে হাটতে গিয়ে অনেক সময় হোচট খেয়ে জামা-জুতা নষ্ট করে ফেলে। তাই বাধ্য হয়ে পায়ের জুতা হাতে নিয়েই মন খারাপ করে ঘুরতে থাকে। ঈদের এই আনন্দে আরো অনেক রকমের বিড়ম্বনার শিকার হতে হয়।
ছোট বেলায় ঈদের আনন্দে আপনাদের জীবনে ঘটে যাওয়া কোন মজার ঘটনা মনে পড়লে শেয়ার করতে পারেন।
===**মোহাম্মদ জামাল উদ্দীন, দুবাই, ইউএই**===
বিষয়: বিবিধ
২১৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন