:◆: বিভিন্ন ভাষায় পিতা :◆:
লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ১৭ জুন, ২০১৩, ০৪:১৪:১৯ বিকাল
জার্মান ভাষায় পিতা শব্দটি হচ্ছে ‘ফ্যাট্যা’ আর ড্যানিশভাষায় ‘ফার’. আফ্রিকান ভাষায় ‘ভাদের’ হচ্ছেন পিতা। চীনা ভাষায় ‘বা’! ক্রী (কানাডিয়ান) ভাষায় পিতা হচ্ছেন ‘পাপা’। তেমনি ক্রোয়েশিয়ানে ‘ওটেক’।
ব্রাজিলিয়ান পর্তুগিজ ভাষায় পিতা ডাক হচ্ছে ‘পাই’. ডাচ ভাষায় ‘পাপা’, ‘ভাডের’ আর ‘পাপাই’- এই তিনটি হচ্ছে পিতা ডাক। ইংরেজরা পিতাকে ডাকেন, ‘ফাদার’, ‘ড্যাড’, ‘ড্যাডি’, ‘পপ’, ‘পপা’ বা ‘পাপা’! ফিলিপিনো ভাষাও কম যায় না, এই ভাষায় পিতা হচ্ছেন ‘তাতেই’, ‘ইতেই’, ‘তেয়’ আর ‘আমা’।
হিব্রু ভাষায় পিতা হচ্ছে ‘আব্বাহ্’. হিন্দি ভাষার পিতা ডাকটি পিতাজী! আবার ইন্দোনেশিয়ান ভাষায় ‘বাপা’ কিংবা ‘আইয়্যাহ’! জাপানিরা তাদের ভাষায় পিতাকে ডাকেন- ‘ওতোসান’, ‘পাপা’. পূর্ব আফ্রিকায় অবশ্য পিতাকে ‘বাবা’ ডাকা হয়! হাঙ্গেরিয়ান ভাষায় ‘পাপা’ ছাড়াও পিতা শব্দের অনেকগুলো প্রতিশব্দ আছে, যেমন- ‘আপা’, ‘আপু’, ‘এদেসাপা’. বাংলা ভাষায় বাবা বা আব্বা।
... সূত্র: উইকিপিডিয়া
বিষয়: Contest_mother
১৬৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন