প্রায় ৩৫০০ হাদিস আপডেট হয়েছে বাংলাদেশের প্রথম ইউনিকোড ভিত্তিক হাদিসের ডাটাবেস http://www.hadithbd.com তে

লিখেছেন লিখেছেন সত্য সবার উপর ১৭ জুন, ২০১৩, ০৩:৫৭:০৯ দুপুর



আজকাল ব্লগে তেমন আসতে পারি না কেননা হাদিস ডাটাবেসে আপডেট করা, ওয়েব সাইট ডিজাইন এবং তার কোড লিখতে লিখতে সময় তেমন একটা পায় না। যা হোক আপনাদের জানাবার উদ্দেশ্যে ব্লগে আসা যে বাংলাদেশের সর্বপ্রথম পরিপূর্ণ হাদিসের ওয়েব সাইট http://www.hadithbd.com তে প্রায় এই পর্যন্ত সহিহ বুখারির প্রায় ৩৫০০ হাদিস আপডেট হয়েছে।

সার্চ ফাংশন কে আরও অনেক উন্নত করা হয়েছে, যোগ করা হয়েছে বেশ কিছু নতুন বিভাগ। আপনাদের হাদিসের যে কোন চাহিদা মেটানোর জন্য ইনশা আল্লাহ আমরা চেষ্টা করব।

আল্লাহ যেন এই কাজকে কবুল করেন। আমিন।

বিষয়: বিবিধ

২১২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File