বাংলাদেশের প্রথম অনলাইন হাদিসের ডাটাবেস http://www.hadithbd.com
লিখেছেন লিখেছেন সত্য সবার উপর ২২ জুন, ২০১৩, ১২:১৪:২২ দুপুর
তৈরি হচ্ছে বাংলাদেশের প্রথম ডিজিটাল হাদিসের ডাটাবেস অনলাইন এবং অফলাইনে। অনেক মানুষের পরিশ্রম একত্রিত করে বাংলার মানুষের কল্যানে আমরা করছি এই ডাটাবেস (অনলাইন + অফলাইন) http://www.hadithbd.com । এই ডাটাবেসের সুবিধাগুলি নিম্নরূপ (অনলাইন)।
১/ বাংলা কি ওয়ার্ড দিয়ে মুহূর্তের মধ্যে পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত হাদিসটি।
২/ যে কোন হাদিসের অধ্যায় দিয়ে বের করতে পারবেন হাদিস।
৩/ হাদিসের নম্বর দিয়ে মুহূর্তেই পাবেন আপনার হাদিসটি।
৪/ হাদিসের রেঞ্জ দিয়ে বের করতে পারবেন যেমন আপনি চাইছেন বুখারীর ১০০ থেকে ১৩০ নম্বর পর্যন্ত এভাবে যে কোন হাদিস নম্বরের রেঞ্জ দিয়ে আপনি হাদিস পেতে পারেন।
৫/ যে কোন হাদিসকে অনলাইনে শেয়ার করার সুবিধা।
৬/ যে কোন হাদিস বন্ধূকে পাঠাতে পারেন ইমেইলের মাধ্যমে তবে গতানুগতিক ভাবে আপনার বন্ধুর ইমেইলে হাদিসের পাতার লিঙ্ক যাবে না বরং পুরো হাদিসটি রেফারেন্স এবং আপনার নাম সহ চলে যাবে।
৭/ যে কোন হদিসকে আপনি প্রিন্ট করে রাখতে পারবেন
৮/ যে কোন হাদিসকে আপনি পিডিএফ হিসাবে সেভ করে রাখতে পারেন।
৯/ সমস্ত হাদিস কপি পেস্ট যোগ্য যে কোন স্থানে
১০/ পুরোপুরি বাংলা ইউনিকোডে এবং শক্তিশালী পিএইচপি স্ক্রিপ্ট দিয়ে ডাইনামিক ভাবে তৈরি।
১১/ আইফোন, আইপ্যাড, আন্ড্রয়েড মোবাইল বা ট্যাব দিয়ে কোন অসুবিধা ছাড়াই পড়তে পারবেন এই সাইট।
১২/ খুব কম স্পিডের ইন্টারনেট কানেকশন দিয়েও আপনি এই সাইট ব্যবহার করতে পারবেন সহজে।
১৩/ হাদিস সংক্রান্ত ইতিহাস এবং হাদিস সংকলকদের সংক্ষিপ্ত আর্টিকেল আছে আমাদের সাইটে।
১৪/ প্রত্যেকটি হাদিসের মান উল্লেখ করা হয়েছে (সহিহ, হাসান, জঈফ বা জাল) ইত্যাদি।
১৫/ কোন হাদিসে ভুল পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আপনি সেই হাদিসকে আমাদের কাছে রিপোর্ট করতে পারবেন।
১৬/ আর থাকছে আপনাদের মতামত জানাবার অপসন যাতে আমরা জানতে পারি আপনি কি চাইছেন বা আপনার পরামর্শ কি ।
১৭/ পরিশেষে আমরা চেষ্টা করছি জাল হাদিস সমূহকেও আমাদের ডাটাবেসে উল্লেখ করতে যাতে সবার সুবিধা হয় জাল হাদিস সম্পর্কে আরও জানা।
আশা করি ভিসিট করবেন এবং নিজের হাদিসের জ্ঞানকে শানিত করে নিজে আমল করবেন আর অপরকে আপনার অর্জিত জ্ঞানকে শেয়ার করবেন।
আল্লাহ আমাদের কবুল করুন, আমীন।
বিষয়: বিবিধ
২৫৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন