এগিয়ে চলেছে বাংলা ইউনিকোড হাদিসের অনলাইন ভার্সন (http://www.hadithbd.com)'র কাজ

লিখেছেন লিখেছেন সত্য সবার উপর ২৭ মে, ২০১৩, ১১:৪৫:২৯ সকাল



বেশ দ্রুত গতিতেই এগিয়ে চলেছে বাংলা ইউনিকোড হাদিসের অনলাইন ভার্সন (http://www.hadithbd.com)'র কাজ। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি বিশেষ করে আপনাদের কমেন্ট দরকার কিভাবে এবং কেমন হলে সবার জন্য সুবিধা হয়।

ওয়েবসাইটে অনলাইনে কমেন্ট করার ব্যবস্থা আছে, আপনারা কমেন্ট করে একটু জানান, এছাড়া ফেসবুকে একটি পেজ খোলা হয়েছে যার লিঙ্ক এখানে এখানেও আপনারা কমেন্ট করে জানাতে পারেন।

এছাড়াও একটি অফলাইন সফটওয়্যার রিলিজ করা হয়েছে, আপনারা ডাউনলোড করে নিজেদের কম্পিউটার থেকেও চালাতে পারবেন।

বিস্তারিত পাবেন http://www.hadithbd.com সাইটে।

বিষয়: বিবিধ

৩৪৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File