বেয়াদবদের শাস্তির দাবিতেই শাপলার গনবিস্ফোরন
লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ১৪ জুন, ২০১৩, ০৯:৫০:৫৫ সকাল
মানব জাতির কল্যানার জন্য আখেরী নবী হযরত মোহাম্মাদ স:কে আল্লাহ প্রেরন করেন। তিনিই শেষ নবী উনার পরে আর কোন নবী আসবেন না। যদিও হযরত ঈসা (আ.)-এর আগমন হবে, তবে তিনি নবীজির শরিয়তের অনুসারী হিসেবে আবির্ভূত হবেন। নবী গণের প্রেরনের উদ্দ্যেশ্য আল্লাহর একত্ববাদের ও দ্বীন ইসলামের প্রচার করা। সকল নবী রাসুলগণ নিজ মৃত্যুর আগ পর্যন্ত এই দাওয়াত দিয়েছেন। তন্মধ্যে সকল আলেমের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হচ্ছেন আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ (সা. হযরত মোহাম্মদ (সা.)-এর শানে বেয়াদবী মারাত্মক অপরাধ।কিছু কুলাঙ্গার যখন নবীকে নিয়ে ব্লগে কুটক্তি করে তখনই শাপলা চত্বরে ইসলাম প্রিয় মুসলমানের জমায়েতে শাপলা চত্বের গনবিস্ফোরন হয়। শাপলার সকল আলেমগণই হল নবীগণের খাঁটি উত্তরসূরী । বর্তমানের আলেম পীর-মাশায়েখগণই হক ও বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয় করে সে দায়িত্ব আদায় করবেন। করতেছেনও। আর এটাই আল্লাহ এবং রাসূল (সা.)-এর হুকুম।দেশের কিছু ভন্ড দেওয়ানবাগীসহ যত বড় বড় ভন্ডরা রয়েছে আজকে তারা নবী করিম স:এর নামে বিভিন্ন মিথ্যাচার করছে।এমন কি কিছু নামধারী আলেমও আজকে সত্যিকারে আলেমগনের বিরুদ্ধে মিথ্যাচার করছে।
নবী করিম স:কে কাফিররা বিভিন্নভাবে নির্যাতন করেছে। এবং গালিগালাজ করেছে। এসব সহ্য করেও তিনি ইসলাম প্রচারে পিছু হটেনি।
শাপলার আলেমগনতো সেই নবীরই উত্তরসুরী। নির্যাতন,গালিগালাজতো সহ্য করতেই হবে। শাপলা অপারেশনের পর আমীরে হেফাজতে ইসলাম আল্লামা আহমদ শফী হুজুর নেতাকর্মীদের ধর্য্য ধরতেই বলেছেন। মাদ্রাসার ছাত্ররা এই জামানার ছাহাবা।তারাই আলেম হবে। নবীর উত্তরেসুরী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবে। ইসলামের দাওয়াত দিবে।
দ্বীনি শিক্ষা আলো অর্জনে আর শিক্ষা প্রচারে ব্যস্তায় সময় যাচ্ছিল তাদের।তখনই একদল কুলাঙ্গার নবীর সম্মানের উপর আঘাত আনে। নবীর উত্তরসুরীদের নজরে আসলে তারা ঘরে বসে থাকতে পারেনি। চলে যায় শাপলায়। দাবি নাস্তিক কুলাঙ্গার ব্লগারদের শাস্তির দাবি। এসব শয়তানের উত্তরসূরী হাসিনাদের ভাল লাগেনি তাই রাতেই অভিযান চালিয়ে অগনিত ভাইদের প্রান কেড়ে নেয়। যা ইতিহাসের পাতা থেকে মুছা যাবেনা।
বিষয়: রাজনীতি
১০১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন