সংলাপ
লিখেছেন লিখেছেন অপ্টিমিস্ট রোকন ১৪ জুন, ২০১৩, ০৯:৫৩:৩৯ সকাল
-আওয়ামী লীগের লোকেরা মুখে দাড়ি না রাইখা মাথায় টুপি পড়ে ক্যান?
-কারণ হইল পাবলিকের সামনে টুপি মাথায় দিয়া নিজেকে ধার্মিক প্রমাণের চেষ্টা করে তারা।
-কিন্তু মুখে দাড়ি রাখলে তো নিজেকে ধার্মিক প্রমাণ করা আরো বেশি সহজ হয়, সেটা করে না ক্যান?
-দাড়ি রাইখা দিলে প্রয়োজনের সময় দাড়ি চাইছা ফেলা যায় না, যখন তখন দাড়ি চাছলে লোকে ভন্ড কইবো তো!
-বুঝলাম। কিন্তু দাড়ি চাইছা ফালানোর কথা আসতাছে ক্যান?
-আসতাছে এই জন্য যে আওয়ামী লীগের লোকদের কখনও কখনও এমন জায়গায় যাইতে হয়, য়েখানে দাড়ি নিয়া যাওন যায় না।
-টুপি নিয়া যাওন যায়?
-না টুপি নিয়াও যাওন যায় না। তয় টুপি খু্ইলা কাজ সাইরা আবার টুপি পড়লেই মুশকিল আসান। কিন্তু দাড়ি চাইছা কাজ সারার পর সঙ্গে সঙ্গে তো আর দাড়ি গজায় না! তাই দাড়ির ঝামেলার চাইতে টুপিই ভালো।
-কিন্তু হেরা এমন জায়গায় যাইবো যেখানে দাড়ি-টুপি চলে না, আবার টুপি পইড়া ধার্মিকও সাজবো, হেরা এমন ক্যান?
-হেরা আওয়ামী লীগ তো, এজন্যেই এমন!
বিষয়: বিবিধ
১১৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন