মানযিলে মাক্বসাদ

লিখেছেন লিখেছেন হানিফ খান ০২ জুন, ২০১৫, ০২:৫১:৩৬ রাত

জীবনে চলার পথে প্রত্যেকটি মানুষের

কোন না কোন উদ্যেশ্য থাকে, থাকে

গন্তব্যস্থান।

আর মানুষ তখনি আনন্দে উৎফুল্ল হয়, যখন

তারা পৌঁছতে পারে তাদের সেই

মানযিলে মাক্বসাদে, কিংবা যখন

হাসিল হয় দীর্ঘকালের আকাঙ্ক্ষিত

মনের বাসনা এবং সার্থক হয় অক্লান্ত

পরিশ্রমে মিশ্রিত সাধনা।।।

মহান রাব্বুল আলামীনের দরবারে

শুকরিয়া যে,

আজ সেই সৌভাগ্যবান মানুষগুলার মধ্যে

আমাকেও অন্তর্ভুক্ত করেছে।।

দয়ার সাগর রাব্বুদ-দুনয়া ওয়াল-আখিরাহ

সবসময় প্রস্রুত তার বান্দা-বান্দিদের

দয়া ও দান করার জন্য।

আর সেই সুবাদে বান্দাও সব মুনাজাত

করে নিজ প্রভুর দরবারে।

কেউ চেয়ে নিচ্ছে সামান্য কিছু সম্পদ

(দুনিয়াবি কিছু চাওয়া) আর কেউ

চেয়ে নিচ্ছে বহু অমূল্যরতন (দুনিয়াবি ও

আখেরাত)।।

আর যে যা চায় আল্লাহ্ তাকে তা'ই

দেন, যদিও কমবেশি পরিশ্রম করাটাই

তার জন্য প্রধান শর্ত।

চাওয়া বস্তুর মান হবে যত বেশি,

জিহাদ/চেষ্টা করতে হয় তেমন বেশি।

মুজাহিদ আব্বাজান ও মুজাহিদা

আম্মাজানের কঠিন জিহাদ,আত্বীয়

স্বজনের উৎসাহ এবং ভাল বন্ধুদের

সাপোর্টস সে সাথে নিজ হিম্মত বজায়

রেখে কাজে অটল থাকার ফলে

আল্লাহ্ তা'আলা আমি গুনাহগার না-

লায়েক 'হানিফ' এনে উপস্থিত করেন

আমার সেই চাওয়া, উদ্যেশ্য বা

গন্তব্যস্থানে।।

আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস

রেখে সামনের দিকে 'পা' রাখায়

হয়তো আল্লাহ আমার চেষ্টা সফল

করেছেন, যা কেবল আল্লাহর অশেষ রহমত

ছাড়া কখনো হাসিল করা সম্ভন না।।

আজ সেই একই কারণে আনন্দিত ও

গৌরবিত আরো হাজারো যুবক বা

কিশোর।। আনন্দে দুচোখ অশ্রুধারা

প্রবাহিত হওয়ার যাদের বাবা-মা'র ।।

আর সেই বাবা-মা'র সাথে আনন্দে

আনন্দিত আমাদের 'মানযিলে

মাক্বসাদে' পৌঁছানোর অন্যতম নায়ক

আমাদের আমাদের 'রূহানী

আব্বাজানরা' অর্থাৎ উস্তাদগণ।।

মানযিলে মাক্বসাদে পৌঁছাতে

আমাদের যারা মিডিয়া হয়ে কাজ

করছে, অর্থাৎ মাতা-পিতা,

আত্বীয়স্বজন এবং উস্তাদগণ তাদের

দায়িত্ব সঠিকভাবে পালন করে

তারাও তাদের উদ্যেশ্য হাসিল এবং

প্রতীক্ষিত সময়ে এসে উপস্থিত হয়েছে

যেমন উপস্থিত হয়েছি আমরাও।

আর যখন তাদের দায়িত্ব মোটামুটি

এখানেই শেষ, তখন আমাদের

দায়িত্বটা এখান থেকেই শুরু।।

কারণ, মানুষের স্থান যতই উঁচু হবে,

দায়িত্ব তাদের ততই বেশি হবে।।।

আর পৃথিবীতে সবচেয়ে বেশি দামী

ব্যাক্তি হল একজন 'আলেম', যতক্ষণ পর্যন্ত

সে তার কোরআন হাদীসের এলেম

অনুযায়ী হক্বের উপর অটল থাকবে।।।

আল্লাহর দরবারে আবারো ফরিয়াদ

যে,

আল্লাহ যেন আমি এই অধমকে তার

দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন

করার তাওফিক এনায়েত করে এবং মৃত্যু

পর্যন্ত হক্বের উপর অটল রাখে।।।

( 'ব্লগার হানিফ')

বিষয়: বিবিধ

১০০৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324006
০২ জুন ২০১৫ রাত ০৩:১৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কবিতা নাকি গদ্য এটা? কথা গুলো ভালো লাগলো া
০২ জুন ২০১৫ রাত ০৩:১৭
265612
এ,এস,ওসমান লিখেছেন : দুটোর মাঝামাঝি :D
324008
০২ জুন ২০১৫ রাত ০৩:১৮
এ,এস,ওসমান লিখেছেন : যে যা চায় আল্লাহ্ তাকে তা'ই

দেন


আল্লাহ আমাদের সর্বউত্তম সম্পদ দান করুন। আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File