এই যে স্বামী/ শাশুরী। আপনাদের বলছি Sad

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ০২ জুন, ২০১৫, ১২:৫৭:০০ রাত

সব কিছু খোলাসা

ভালো, আরো এক

বছর..... চেষ্টা করবো।

যদি বাচ্চা না হয়

আমি আবার বিয়ে

করবো

"দেখো।। বৌ-মা

এতোদিন হয়ে গেলো।

এখনো নাতী নাতনীর

মুখ দেখলাম না।

"আমাদের দেশের।

প্রধান এই একটা

সমস্যা হচ্ছে। সন্তান

না হলে এক তরফা

ভাবে মেয়েদের দোষ

দেয়া।

"অনেক শাশুরী। কিংবা

স্বামী একবারও

ভাবেনা। বৌয়ের মনের

অবস্থা-টা!!

"জ্বী জনাব। আপনি

তো স্ত্রীর স্বামী??

যে দিন পবিত্র

কালেমা পড়ে আপনার

সাথে বিবাহ বন্ধনে

আবদ্ধ হলো। সেই দিন

থেকে আপনাকেই তার

নিরাপদ আশ্রয়স্থল

করে নিলো!!!

"আপনার বোঝা উচিত,

সন্তান না হওয়ার

সমস্যা-টা। আপনার

স্ত্রীর নয়। আপনারও

থাকতে পারে!!!

"এটাও হতে পারে।

সন্তান না হওয়া।

আপনাদের স্বামী

স্ত্রী,র ভালোবাসার

উপর। সৃষ্টি কর্তার

এক কঠিন পরিক্ষা!!!

"শাশুরী মা। আপনি তো

একজন মা? আপনি তো

ভালো করেই জানেন

সব মেয়েদের এক-

মাত্র সুখ মাতৃত্বে।

কোনো মেয়ে আছে যে।

মাতৃত্বের সাধ উপভোগ

করতে চায়না??

আপনি তো মা? আপনি

তো মেয়ে? আপনিও তো

ছিলেন সংসারের বধু??

আপনার তো বোঝা

উচিত একটা মেয়ের

কষ্ট।যে দিন মেয়েটি

আপনার ঘরে বধু হয়ে

আসলো। আপনাকে মা

হিসেবে মেনে নিলো!!!

"আপনার মেয়েটির যদি

বাচ্চা না হয় তাকে কি

ফেলে দিতে

পারবেন????

সেই সব শাশুরী/

স্বামীদের উদ্দেশ্যে

বলবো:

"শাশুরী আপনি মা

হোন।

"স্বামী আপনি

স্ত্রীর স্বামী হয়ে

ইহকাল ওপরকালের

সঙ্গী হোন!!!

বিষয়: বিবিধ

১১৯৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

323996
০২ জুন ২০১৫ রাত ০১:০১
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
324001
০২ জুন ২০১৫ রাত ০২:০৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। পরতে পড়তে....! ......হইতে ইচ্ছে করতেছে।
324041
০২ জুন ২০১৫ সকাল ১০:০৯
হতভাগা লিখেছেন :


সব শাশুড়ি ও স্বামীদের এই পানি পান করা উচিত বোতলে ভরে।
324063
০২ জুন ২০১৫ সকাল ১১:৫১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভালো লাগলো অনেক ধন্যবাদ
324091
০২ জুন ২০১৫ দুপুর ০১:১৫
egypt12 লিখেছেন : উপকারী পোষ্ট Rose
324099
০২ জুন ২০১৫ দুপুর ০২:১৪
পুস্পগন্ধা লিখেছেন :
হুমম, ভালো লাগল......


মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File