বাদশাহ হারুনুর রশীদের একটি ঘটনা
লিখেছেন লিখেছেন হানিফ খান ২৯ এপ্রিল, ২০১৫, ১১:২৮:০৬ রাত
একবার খলিফা হারুনুর রশীদের এক
পুত্র ক্রোধান্বিত হয়ে তার
নিকট এসে অভিযোগ করল,
অমুক সৈনিকের পুত্র আমার
আম্মা (বাদশাহর স্ত্রী) কে
গালমন্দ করেছে। বাদশাহ
উপস্থিত সভাসদদিগকে
জিজ্ঞাসা করলেন এমন লোকের
শাস্তি কেমন হওয়া উচিৎ।
একজন বলল, তাকে হত্যা করা হোক।
দ্বিতীয় জন বলল, তার জিহ্বা
কেটে দেওয়া হোক। তৃতীয় জন বলল,
তার মাল ক্রোক করে তাকে
দেশান্তর করা হোক।
তাদের উত্তর শুনে বাদশাহ তার
ছেলেকে বলেন,
বেটা তুমি যদি তাকে মাফ করে
দাও সেটাই উত্তম হয়। তা না হলে
তুমিও তাকে প্রতিশোধমুলক
অতটুকু গালমন্দ করতে পারো
যতটুকু সে বলেছে। তবে খবরদার
যেন (চুল পরিমাণ) সীমালঙ্ঘন না
হয়। তা না হলে তুমিও অপরাধী ও
দোষী সাব্যস্ত হবে। সুতরাং
তখন দাবী অপর পক্ষ থেকে হবে।।।
এই হলো যোগ্য রাস্ট্র প্রধান
বাদশাহ হারুনুর রশীদ।।
বিষয়: বিবিধ
১৩০৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন