মুমিনের আচরণ ও সংক্ষিপ্ত পরিচয়
লিখেছেন লিখেছেন মুক্তিযোদ্ধার ভাগনে ২৯ এপ্রিল, ২০১৫, ১১:৪০:০৯ রাত
মুহাম্মদ আল্লাহর রসূল এবং তাঁর সহচরগণ কাফেরদের প্রতি কঠোর, নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সেজদারত দেখবেন। তাদের মুখমন্ডলে রয়েছে সেজদার চিহ্ন । তওরাতে তাদের অবস্থা এরূপ এবং ইঞ্জিলে তাদের অবস্থা যেমন একটি চারা গাছ যা থেকে নির্গত হয় কিশলয়, অতঃপর তা শক্ত ও মজবুত হয় এবং কান্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে-চাষীকে আনন্দে অভিভুত করে-যাতে আল্লাহ তাদের দ্বারা কাফেরদের অন্তর্জালা সৃষ্টি করেন। তাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহাপুরস্কারের ওয়াদা দিয়েছেন। (সূরা আল-ফাতাহঃ ২৯)
বিষয়: বিবিধ
১৭২২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহ খাইরান চাচাজান ।
আল্লাহর চাইতে ওয়াদা পালনকারী আর কেউ আছে কি?
জাঝাক আল্লাহ বি খাইর।
জাজাকাল্লাহ খাইরান।
মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমাদের মানুষের মধ্যে বিশেষত মুসলিমদের পরষ্পর সহানুভূতি কমে আসছে আর কুফ্ফারদের সাথেই সাহচার্য বাড়ছে যা খুবি দুঃখজনক!
আল্লাহ্ ও রাসুলের আনুগত্যে মুসলিমদের সর্বদা বিনয়াবনত থাকার নির্দেশ এসেছে অথচ আজ পার্থিব ক্ষমতা, জাঁকজমক, অথবা চাকচিক্যের নিকট অবনত হতে হচ্ছে!।
আল্লাহ আমাদের ঈমানকে মজবুত সেই উত্তম গাছের মতো যা শুধু ভালো ফল দানকরে সেরকম কবুল করে নিন! আনুগত্য ও বিনয় হোক শুধুমাত্র আল্লাহ্র সন্তুষ্টি লাভের জন্য ।ক্ষমা ও মহাপুরস্কারের যে ওয়াদা দিয়েছেন আমরা যেনো তাতে শামিল হতে পারি!আমিন!
চমৎকার আয়াতটির সাথে একটু ব্যাখ্যা দিলে আরো ভালো লাগতো! জাযাকাল্লাহু খাইর!
আমাদের মানুষের মধ্যে বিশেষত মুসলিমদের পরষ্পর সহানুভূতি কমে আসছে আর কুফ্ফারদের সাথেই সাহচার্য বাড়ছে যা খুবি দুঃখজনক!
আল্লাহ্ ও রাসুলের আনুগত্যে মুসলিমদের সর্বদা বিনয়াবনত থাকার নির্দেশ এসেছে অথচ আজ পার্থিব ক্ষমতা, জাঁকজমক, অথবা চাকচিক্যের নিকট অবনত হতে হচ্ছে!।
আল্লাহ আমাদের ঈমানকে মজবুত সেই উত্তম গাছের মতো যা শুধু ভালো ফল দানকরে সেরকম কবুল করে নিন! আনুগত্য ও বিনয় হোক শুধুমাত্র আল্লাহ্র সন্তুষ্টি লাভের জন্য । ক্ষমা ও মহাপুরস্কারের যে ওয়াদা দিয়েছেন আমরা যেনো তাতে শামিল হতে পারি আমিন।
একটু ব্যস্ততার কারণে ব্যাখ্যাটা দিতে পারিনি। আয়াতটা যখন পড়ছিলাম তখন মনে হলো এটাকে পোষ্ট করা উচিত তাতে মুমিনদের উপকার হবে তাই আয়াতটা পোষ্ট করলাম। কারণ-
মহান আল্লাহ বলছেনঃ "তুমি মুমিনদের উপদেশ দিতে থাকো (অর্থাৎ স্মরণ করাতেই থাকো) কারণ উপদেশ মুমিনদের উপকারে আসে" সূরা যারিয়াত:৫৫)
সুন্দর ও পরামর্শভিত্তিক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
জাঝাক আল্লাহ বি খাইর।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
জাঝাক আল্লাহ বি খাইর।
আপনি আমার পোষ্টে প্রথম মন্তব্য করলেন। এ ন্য আপনাকে স্বাগতম।
আর হ্যাঁ! এটাই মুমিনের পরিচিতি। মহান আল্লাহ আমাদের সকলকে তাদের দলভুক্ত করুন। আমিন।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
জাঝাক আল্লাহ বি খাইর।
মন্তব্য করতে লগইন করুন