যিয়ারত

লিখেছেন লিখেছেন মুক্তিযোদ্ধার ভাগনে ২৬ জুন, ২০১৫, ১১:৩৯:২০ রাত

মদিনার পথে চলছি মোরা হাইসুপার সব গাড়ি,

পিচঢালা পথ পাড়ি দিয়ে যাচ্ছি তাড়াতাড়ি।

পথের ধারে বসেছে সব খানা-পিনার হোটেল,

বিরতী নিয়ে চলছে গাড়ি ছেড়ে সব মোটেল।

দুই ধারে সব কালো কালো অনেক খাড়া পাহাড়,

চূড়ার দিকে তাকাতে হয় বাঁকা করে ঘাড়।

কোথাও তেমন ঘর-বাড়ী নেই অনেক জমিন ফাঁকা, যোহরের পূর্বে পৌঁছলুম গিয়ে মসজিদ আল-কু'বা।

প্রিয় রাসূল (সাঃ) হিজরত করে গিয়েছিলেন তথা,

প্রথম মসজিদ নির্মাণ করেছেন সাথীগণ নিয়ে হেথা।

মসজিদ কু'বায় পড়লে নফল ওমরা'র ছওয়াব হবে,

রাসূল'র (সাঃ) এ নির্দেশ মেনে সবাই নফল পড়লাম সবে।

আরো কিছুদূর গিয়ে দেখতে পেলাম মসজিদুন নব্বী,

তার'ই পাশে শুয়ে আছেন আমার প্রিয় নবিজী।

সালাম দিলাম দোয়া করলাম চোখ দু'টো টলমল,

সারি বেঁধে হাঁটছি মোরা সবার চোখেই জল।

রাসূল (সাঃ) প্রেমের বাস্তব শিক্ষা পেতে যদি চাও,

সামান্য শর্তটুকু পূরণ হলে হজ্বে চলে যাও।

অপেক্ষা করোনা কখন তোমার হবে বাড়ী-গাড়ি,

পথের সম্বল টুকু হলে সবাই যাবে তাড়াতাড়ি।

হালাল পথের রোজগার ছাড়া কবুল হবে না হজ্ব,

কবর হাশরের কথা চিন্তা করো ছাড় অবৈধ কাজ।

আল্লাহর পথে চলরে মানব সকলেই হও মুহসীন,

রাসূল (সাঃ)-এর সাথী হও সকলে ফুরিয়ে যাচ্ছে দিন।।

বিষয়: সাহিত্য

১২৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File