মুমিন ব্যক্তির সব কিছুই কল্যাণ।

লিখেছেন লিখেছেন মুক্তিযোদ্ধার ভাগনে ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ০৯:৪০:৩২ রাত

স্ত্রীঃ আমাকে তোমার আচরণের একটা জবাব দিবে?

স্বামীঃ বল।

স্ত্রীঃ ওবাড়ীর আম্বিয়ার বাপ, তেলী পাড়ার আজমল হক, খন্দকার বাড়ীর তোজাম্মেল আর চটকুর ছেলে পলটুর নামে কোর্টে মামলা আছে। তারা যেদিন কোর্টে হাজিরা দিতে যান তার আগের দিন থেকে কোর্টে যাওয়ার দিন পর্যন্ত বিষন্নতায় ভোগেন। অত্যন্ত দুঃচিন্তা নিয়ে কোর্টে হাজিরা দিতে যান। যতক্ষন কোর্ট থেকে ফিরে না আসেন ততক্ষন পর্যন্ত তাদের স্ত্রী সন্তান-সন্তুতি সারাদিন না খেয়ে থেকে দুঃচিন্তায় থাকেন। অথচ তোমার হাজীরার দিন ঘনিয়ে আসলে তুমি এত আনন্দিত আর প্রফুল্ল হও কেন?

স্বামীঃ ও, আচ্ছা এই কথা? আমি ধারণা করছিলাম আরো কোন গুরত্বপূর্ণ কথা হয়তো জানতে চাইবে। তার আগে আমার কথাগুলির জবাব দাও।

স্বামীঃ আম্বিয়ার বাপের মামলা কি?

স্ত্রীঃ জমি-জমা নিয়ে তার বড় ভাই ঝগড়ু ছোট ভাই আম্বীয়ার বাপের নামে মামলা করেছে।

স্বামীঃ তেলী পাড়ার আজমলের নামে কিসের মামলা?

স্ত্রীঃ সে পাড়ার বখাটে ছেলে। একজনের নাবালিকা মেয়েকে জোড়পূর্বক ধর্ষন করেছে তাই তার নামে মামলা হয়েছে।

স্বামীঃ খন্দকার বাড়ীর মোজাম্মেলের নামে কেন মামলা হয়েছে?

স্ত্রীঃ মোজাম্মেল হক একটি মার্ডার কেসের আসামী। নিম্ন আদালতে ১৪ বছর সাজা হয়েছে। এখন ঢাকা হাই কোর্টের জামিনে আছে।

স্বামীঃ চটকুর ছেলে পল্টুর নামে মামলা কেন?

স্ত্রীঃ সে ইণ্ডিয়ান ৫ বোতল ফেনসিডিল এবং ২ কেজি গাঁজাসহ ধরা পরে মামলা হয়েছে।

স্বামীঃ যে লোকগুলির বর্ণনা দিয়েছো। তাদের মত কোন অপরাধে আমার নামে মামলা হয়েছে?

স্ত্রীঃ না।

স্বামীঃ আমার নামে মামলাটা কেন হয়েছে?

স্ত্রীঃ তুমি আমাদের ৬ নং ওয়ার্ডের জামায়াতের ওয়ার্ড সভাপতি। তাই ইসলামী আন্দোলন করার কারণে আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি ফজলু মাস্তান শত্রুতা করে তোমার নামে সাইকেল ভাঙ্গার মামলা দিয়েছে।

স্বামীঃ ঐ সাইকেল ভাঙ্গার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম?

স্ত্রীঃ না। তুমি তো তখন গঞ্জের হাটে সবজীর দোকান নিয়ে গিয়েছো।

স্বামীঃ তাহলে হাজীরার সময় ঘনিয়ে এলে আমি আনন্দ করবো না কি, তারা করবে? একটি কথা জেনে রেখ, মহান আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা কুরআনে বলছেনঃ

"মানুষ কি মনে করে যে, তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি। আল্লাহ এর মাধ্যমে অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন কারা মিথ্যুাবাদী।" (সূরাঃ আনকাবুতঃ ২-৩)

আর কি কি সিলেবাসের উপর পরীক্ষা হবে? মহান আল্লাহ সেই সিলেবাসের কথাও জানিয়ে দিয়ে বলছেনঃ

"এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।" (সূরাঃ বাক্কারাঃ ১৫৫)

তাই আমি মামলার হাজীরার সময় ঘনিয়ে এলে আনন্দিত হই। এবং অত্যান্ত প্রফুল্ল। চিত্তে সকাল সকাল কোর্টে রওয়ানা দেই।

আনন্দের আরো একটি বড় কারণ হচ্ছেঃ আমাদের পুরো জেলায় যতগুলি উপজেলা আছে, তার প্রায় সব উপজেলার জামায়ত-শিবিরের নেতা-কর্মী ভাইদের নামে মামলা আছে। কোর্টে গেলে তাদের সকলের সাথেই দেখা হয়, কথা হয়। আর তাতে পরস্পর পরস্পরের সাথে আন্তরিক মহব্বত বৃদ্ধি পায়। এই জন্য আমি কোর্টে হাজীরা দিতে আনন্দবোধ করি। বুঝলে আমার আনন্দের কারণ?

স্ত্রীঃ জি, বুঝলাম। মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি এ কারণে যে, তোমার মত একজন চরিত্রবান ও আদর্শবান স্বামীর স্ত্রী হতে পেরেছি। আলহামদুলিল্লাহ।

এখন যাও তোমার কোর্টে যাওয়ার সময় হয়েছে। ফজর পড়ে টেবিলে তোমার জন্য নাস্তা সাজিয়ে রেখেছি, নাস্তাটুকু খেয়ে নিয়ে তারপর রওয়ানা দাও.............আল্লাহ হাফেজ।

বিষয়: বিবিধ

১১৮৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382009
২৫ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ১২:৪৪
চোরাবালি লিখেছেন : গত ঈদে এক জামায়াত নেতার কাছে জিঙ্গেস করলাম- চাচা মামলা কয়টা, খুব রঙ্গ করে বলল- এই ধরো, গাড়ী পোড়ানে, জঙ্গী মদদ, ভাংচুর------- সব মিলিয়ে এখন ৫টা আছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File