একটি সুসন্তান জম্ম দিতে হলে আগে ঠিক হয়ে যেতে হবে আমাদের মায়ের জাতীকে

লিখেছেন লিখেছেন হানিফ খান ১১ মে, ২০১৪, ০৮:৫০:৩০ সকাল



মায়ের জাতি নারীদের জন্য কিছু কথা।

আপনারা গরববতী হওয়ার পর থেকে সন্তান প্রসব করা পর‍্যন্ত ডাক্তারী পরামর্শ মতে রেস্ট নেন, খাওয়া দাওয়ায় নিয়ম কানুন মেনে চলেন। ভারী কিচু বহন করেন না। অথচ এতো কিছুর পরেও আজ দেখা যায় সন্তান প্রসব হওয়ার সময় অনেক মা ও সন্তান কে প্রান হারাতে হয়, প্রায় ৬০% মেয়েদের আজ সিজার করাতে হয়। অনেক সন্তান বিকলাঙ্গ হয়, হয় প্রতিবন্ধী। আজ জম্মলগ্ন থেকেই অনেক জটিল ও কঠিন রোগ নিয়ে দুনিয়াতে আসতে হয় শিশুদের।

কিন্তু কেন? ??

কারন একটাই, আমাদের নারীরা গরবতী অবস্থায় সকলের সকল পরামর্ষ মানলেও মাগার ইসলামের বিধিবিধান মানার চেস্টাও করে না। গরববতী অবস্থায় যে সমস্ত নারীরা টেলিভিশন দেখে, পর পুরুষের সাথে বিভিন্য পন্থায় আলাপচারিতায় লিপ্ত থাকে, নামাজ পড়ে না, পরদা করে না, মাথায় ঠিক মত উড়না দেয় না, সামীর আদেশ মানে না, ভালো শশুর শাশুড়ির বিরুদ্ধাচরন করে।

কোরআন হাদীস মুতাবিক এসমস্ত নারীর এমন করুন অবস্থা তো হবেই।

তাদের এমন অপকর্মের জাযা তো তাদের সন্তানরাই হবে, যারা বড় হয়ে খ্যতি ককুড়াবে একজন সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি জুলুম নির‍্যাতনকারী ও মাতাপিতার অবাদ্ধ সন্তান হিসেবে।

তাই একটি সুসন্তান জম্ম দিতে হলে আগে ঠিক হয়ে যেতে হবে আমাদের মায়ের জাতীকে।

একটা শিশু ভবিষ্যতে আমাদের একটি উত্তম জাতি উপহার দিতে পারবে, যদি তাদের একটি ভাল মা উপহার দিতে পারি আমরা।

বিষয়: বিবিধ

৯৪২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220091
১১ মে ২০১৪ সকাল ০৯:৪২
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
220130
১১ মে ২০১৪ সকাল ১১:০৬
ছিঁচকে চোর লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন.... পিলাচ
220131
১১ মে ২০১৪ সকাল ১১:০৬
লোকমান লিখেছেন : ভালো লাগলো
220272
১১ মে ২০১৪ বিকাল ০৫:১৬
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File