কুকুর ও ছাত্রলীগ থেকে সাবধানঃ নাকি ‘কুকুর থেকে বাচতে ছাত্রলীগের সাহায্য নিন’।

লিখেছেন লিখেছেন আবু জারীর ১১ মে, ২০১৪, ০৮:৪৮:০৫ সকাল

কুকুর ও ছাত্রলীগ থেকে সাবধানঃ

বিশেষ করে যারা নেট পোকা তারা প্রায়ই এমন একটা পোষ্টার দেখে থাকবেন যাতে লেখা থাকেঃ

‘কুকুর ও ছাত্রলীগ থেকে সাবধান’


বিষয়টা নিয়ে অনেকবার ভেবেছি কিন্তু কোন কুল কিনারা পাইনি। কেন ছাত্রলীগকে কুকুরের সাথে তুলনা করা হয় তাও এতদিন বোধগম্য হয়নি। আজ কুরআনের তাফসির (সূরা আল আরাফঃ টীকা-১৩৯ তাফহীমূল কুর’আন) পড়তে গিয়ে কুকুরের বৈশিষ্ট সমম্পর্কে জানতে পারলাম। দেখা যাক কাকুরের সাথে ছাত্রলীগের সত্যিই কোনা মিল আছে কি না?

কুকুরের স্বভাবঃ

১) লোভ ও লালসা ।

২) চলাফেরার পথে তার নাক সব সময় মাটি শুকতে থাকে, হয়তো কোথাও কোন খাবারের গন্ধ পাওয়া যাবে এ আশায়।

৩) তার গায়ে কেউ কোন পাথর ছুড়েঁ মারলেও তার ভুল ভাংবে না। রবং তার মনে সন্দেহ জাগবে, যে জিনিসটি দিয়ে তাকে মারা হয়েছে সেটি হয়তো কোন হাড় বা রুটির টুকরা হবে।

৪) পেট পূজারী লোভী কুকুর একবার লাফিয়ে দৌড়ে গিয়ে সেই নিক্ষিপ্ত পাথরটিও কামড়ে ধরে।

৫) পথিক তার দিকে কোন দৃষ্টি না দিলেও দেখা যাবে সে লোভ-লালসার প্রতিমূর্তি হয়ে বিরাট আশায় বুক বেঁধে জিভ ঝুলিয়ে দাঁড়িয়ে হাপাচ্ছে।

৬) সে তার পেটের দৃষ্টি দিয়ে সারা দুনিয়াকে দেখে।

৭) কোথাও যদি কোন বড় লাশ পড়ে থাকে, কয়েকটি কুকুরের পেট ভরার জন্যে সেটি যথেষ্ট হলেও একটি কুকুর তার মধ্যে থেকে কেবলমাত্র তার নিজের অংশটি নিয়েই ক্ষান্ত হবে না বরং সেই সম্পূর্ণ লাশটিকে নিজের একার জন্যে আগলে রাখার চেষ্টা করবে এবং অন্য কাউকে তার ধারে কাছেও ঘেঁসতে দেবে না।

৮) পেটের লালসার পর দ্বিতীয় যে বস্তু তার ওপর প্রভাব বিস্তার করে থাকে তা হচ্ছে যৌন লালসা।

৯) সারা শরীরের মধ্যে কেবলমাত্র লজ্জাস্থানটিই তার কাছে আকর্ষনীয় এবং নির্লজ্জ ভাবে সেটিরই সে ঘ্রাণ নিতে ও চাটতে থাকে।

কোন ব্যক্তি বা সংগঠন যত বড় নামাযিই হোকনা কেন, কুর’আনের জ্ঞানে যতই জ্ঞানী হোকনা কেন, যতই তাজবিহ তাহলীল করুক না কেন, হজ্ব ওমরা করে নামের আগে আলহাজ্ব লাগাক না কেন তাতে কিছু যায় আসেনা যদি তার চরিত্র হয় দুনিয়া পূজারী, ঈমানের বাঁধন হারা, প্রবৃত্তির অন্ধ লালসার কাছে আত্মসমর্পী এবং পেট ও যৌনাংগ সর্বস্ব।

আজ আমরা চারিদিকে দেখতে পাচ্ছি খুন ছিন্তাই, রাহাজানি, চাঁদাবাজি, লুণ্ঠন এবং ধর্ষণ-ইভটেজিং সহ নানা অপকর্ম, যার প্রতিটির সাথেই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামিলীগের নাম জড়িত!



কুকুরের স্বভাবের সাথে লীগের স্বভাবের যদি সত্যিই কোন মিল থেকে থাকে তাহলে সে দায়িত্ব তাদের, আমাদের না। আশা করি ধর্ম বর্ণ, দল মত নির্বিশেষে প্রতিটি মানুষ তাদের চরিত্র থেকে কুকুরের স্বভাব দূর করে সত্যিকার অর্থেই কল্যাণকর মানুষে পরিণত হবে। যাতে কেউ বলতে না পারে ‘ছাত্রলীগ ও কুকুর থেকে সাবধান’ বরং স্লোগানটা যেন এমন হয়, ‘কুকুর থেকে বাচতে ছাত্রলীগের সাহায্য নিন’।

বিষয়: বিবিধ

১৪১০ বার পঠিত, ৩৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220086
১১ মে ২০১৪ সকাল ০৯:০৩
রক্তলাল লিখেছেন : কুকুর অন্তত চাপাতি দিয়ে মানুষ কোপায় না। হাজার ফিরিস্তি আর টানলাম না..
১১ মে ২০১৪ সকাল ১০:০৯
167761
আবু জারীর লিখেছেন : তাহলে তো দেখছি এক্ষেত্রে ওরা এক ধাপ এগিয়ে গেছে।
220092
১১ মে ২০১৪ সকাল ০৯:৪২
গেরিলা লিখেছেন : মাইনাস
১১ মে ২০১৪ সকাল ১০:১১
167762
আবু জারীর লিখেছেন : জানতাম আপনি মাইনাচই দিবেন। আপনার চেহারেয়ই কেমন একটা মাইনাচ মাইনাচ ভাহ। <:-P
220098
১১ মে ২০১৪ সকাল ০৯:৪৫
সুশীল লিখেছেন : শিবির আর কুকুর থেকে সাবধান
১১ মে ২০১৪ সকাল ১০:১৩
167763
আবু জারীর লিখেছেন : পাতি শিয়ালদের অবশ্য তাই করা উচিৎ। পাতি শিয়ালরা মুরগী চুরীর সময় খেয়াল রেখ আশে পাশে কুকুর কিংবা শিবির আছে কিনা?
220133
১১ মে ২০১৪ সকাল ১১:১০
হতভাগা লিখেছেন : ''যাতে কেউ বলতে না পারে ‘ছাত্রলীগ ও কুকুর থেকে সাবধান’ বরং স্লোগানটা যেন এমন হয়, ‘কুকুর থেকে বাচতে ছাত্রলীগের সাহায্য নিন’। ''

০ ছাত্রলীগকে ডেকে আনা মানে খাল কেটে কুমির ডেকে আনা । এটা হবে

ছাত্রলীগ থেকে বাঁচতে কুকুরের সাহায্য নিন
১১ মে ২০১৪ দুপুর ০৩:৫৮
167909
আবু জারীর লিখেছেন : আপনি যেটা বলেছেন সেটা ছাত্রলীগের বর্তমান অবস্থা আর আমি যেটা বলতে চেয়েছি সেটা হল ছাত্রলীগের প্রতি জাতির প্রত্যাশা।
220138
১১ মে ২০১৪ সকাল ১১:২৭
রক্তলাল লিখেছেন :
ছাত্রলীগ থেকে বাঁচতে কুকুরের সাহায্য নিন
১১ মে ২০১৪ দুপুর ০৩:৫৮
167911
আবু জারীর লিখেছেন : হুম!
220139
১১ মে ২০১৪ সকাল ১১:২৭
রক্তলাল লিখেছেন : পাগলা কুত্তা
১১ মে ২০১৪ দুপুর ০৩:৫৯
167912
আবু জারীর লিখেছেন : চিকিতসা দরকার।
220206
১১ মে ২০১৪ দুপুর ০২:১৭
১১ মে ২০১৪ বিকাল ০৪:০০
167913
আবু জারীর লিখেছেন : কিন্তু খাটাচ্ছে কারা?
ধন্যবাদ।
১১ মে ২০১৪ বিকাল ০৪:০৩
167916
ভিশু লিখেছেন : চেতনার নিকৃষ্টতম ঘৃণ্য ব্যবসায়ীরা!
220249
১১ মে ২০১৪ বিকাল ০৪:১৫
আফরা লিখেছেন : ছাত্রলীগ তারাও সৃষ্টির সেরা মানুষ ।তাদের আচরনের কারনে অন্য মানুষেরা নিকৃষ্ট একটা প্রানীর সাথে তাদের তুলনা করছে ।

১১ মে ২০১৪ রাত ১০:২৭
168042
আবু জারীর লিখেছেন : হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য তাদের ছাত্রলীগ ত্যাগ করে মানুষ হওয়া উচিৎ।
220298
১১ মে ২০১৪ বিকাল ০৫:৫৬
শেখের পোলা লিখেছেন : বলাতো যায়না, হয়তো এই কাঁটা দিয়েই বড় কাঁটাটা তোলা হতে পারে৷ তারই মহড়া চলছে৷ অপেক্ষায় থাকলাম৷
১১ মে ২০১৪ রাত ১০:২৭
168044
আবু জারীর লিখেছেন : অতীতেও তেমনটা হয়েছে। আমরা বিচলিত।
১০
220306
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
নিভৃত চারিণী লিখেছেন : কুকুরের সাথে তাসবিহ(সাদৃশ্য) দিলে বোধহয় কুকুরের মান কমে যাবে।কারণ ওরা শুরু থেকেই পশু। আর এরা ???
১১ মে ২০১৪ রাত ১০:২৮
168046
আবু জারীর লিখেছেন : এদের পশুত্ব ত্যাগ করে মানুষ হওয়া উচিৎ।
১১
220317
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
আবু আশফাক লিখেছেন : কোনো এক সূফী দার্শনিকের লেখায় পড়েছিলাম কুকুরের কিছু গুণ আছে যা একজন আল্লাহ ওয়ালা তথা খোদার প্রেমের পাগলদের জন্য আবশ্যকীয়।
এখন অবশ্য মনে করতে পারছি না, সেই দার্শনিকের নাম বা বইটির নাম।
১১ মে ২০১৪ রাত ১০:৩১
168047
আবু জারীর লিখেছেন : কুকুর নামের প্রাণীটির হাজারো দোষ থাকলেও তারা প্রভূ ভাক্ত কিন্তু আওয়ামী বাকশালীরা নিজেদের কথিত বাবা বাবাকেই প্রভু বানিয়ে নিয়েছে!
১২
220328
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কুকুর থেকে বাচতে ছাত্রলীগের সাহায্য নিন’
১১ মে ২০১৪ রাত ১০:৩১
168049
আবু জারীর লিখেছেন : আমাদের প্রত্যাশা কিন্তু আধৌ প্রাপ্তি ঘটবে কিনা জানিনা।
১৩
220477
১২ মে ২০১৪ রাত ০৪:০৪
প্যারিস থেকে আমি লিখেছেন :
ভাই ওরা কি এরকম?
১৩ মে ২০১৪ বিকাল ০৫:৩৯
168598
আবু জারীর লিখেছেন : সবার জন্য সব কাজ শোভনীয় নয়। ধন্যবাদ।
১৪
220816
১২ মে ২০১৪ রাত ১০:১৭
মহি১১মাসুম লিখেছেন : রাজনৈতিক প্রতিদ্বন্ধীকে কুরআন টেনে এনে কুকুর বানালেন, এতে কী ধর্মের ইজ্জত বাড়ে !?
আল্লাহর সেরা ও পছন্দের সৃষ্টি মানুষকে কুকুর বানিয়ে ছাড়লেন,এতে আপনার মত অনেকেই খুশী হতে পারে কিন্তু এতে আল্লাহপাক কী আপনার প্রতি রাজী-খুশী হবেন।
নিশ্চয় আপনি ধর্ম ভালো জানেন কিন্তু কতটুকু মানেন,মানেন না বা অপব্যবহার করেন,তা আল্লাহপাক ভালো জানেন।
আরেকজনতো আপনার কাজে উৎসাহিত হয়ে ফটোসফ ব্যবহার করে মানুষের মুখে কুকুরের মুখ সেঁটে দিলেন। এতে পাপ পুণ্যের দায়ভার কার হবে?
ভেবে দেখুন, আপনাকে কেউ তথাকথিত রাজনীতির নামে ধর্মের অপব্যবহারকারী বা রাজনীতির ধর্ম ব্যবসায়ী বললে কী খুব বেশী ভুল বলা হবে ?
১৩ মে ২০১৪ বিকাল ০৫:৩৯
168597
আবু জারীর লিখেছেন : ভুল শুদ্ধের বিচার আপনার হাতে রইল। আমি মানুষকে কুকুর বানাইনি বা বলিনি। মানুষকে কুকুর বলা চরম মিথ্যা। কুকুরের স্বভাব উল্লেখ করেছি। তবে কুর'আনেই বলা হয়েছে মানুষ সৃষ্টির সেরা কিন্তু চরিত্রের কারণে অনেকেই পশুর চেয়েও নিকৃষ্ট। যাদের চরিত্র পশুর চেয়েও নিকৃষ্ট তাদের জন্য দুয়া করি। তারাও যেন হেদায়াতের আলোতে আলোকিত হয়ে সৃষ্টির সেরা মানুষে পরিণত হয়। ফটোশপ করে মানুষের চেহারা বিক্রীত করা আমি তাদের সমর্থন করিনা।
ধন্যবাদ।
১৫
221230
১৪ মে ২০১৪ রাত ০২:৪৪
আমিন ইউসুফ লিখেছেন : আমি বলি ছাত্রলীগ কুকুরের চেয়েও অধম। কুকুরদের মধ্যেও অনেক ভাল গুণ আছে। আসহাবে কাহাফের কুকুর তো বেহেশ্তবাসী। এদের মধ্যে একটাও ভাল লোক আছে কিনা সন্দেহ।
ভাল লিখেছেন ভাই। চালিয়ে যান।
১৫ মে ২০১৪ রাত ০১:০২
169073
আবু জারীর লিখেছেন : যে সকল মানুষকে কুর'আনে আল্লাহপাক পশুর চেয়েও নিকৃষ্ট বলেছেন তারা সবাই ধর্মহীন সেকুলার আর নষ্ট বামদের সাথে জড়িত কিনা ভেবে দেখা দরকার।
ধন্যবাদ।
১৬
221462
১৪ মে ২০১৪ বিকাল ০৫:২৫
সত্যের ডাক লিখেছেন : ধন্যবাদ
১৫ মে ২০১৪ রাত ০১:০২
169074
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File