যেমন কুকুর তেমন মুগুরঃ

লিখেছেন লিখেছেন হানিফ খান ১১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:১১:০৪ সন্ধ্যা

এক মদ্যপায়ী এক আলেমে দ্বীনকে প্রশ্নকরলোঃ আচ্ছা হুজুর ! বলুন তো দেখি, যদি আমি খেজুর খাই তাহলে কি এতে ইসলামে কোন নিষেধ আছে?

আলেমঃ না কোন নিষেধ নেই।

মদ্যপায়ীঃ খেজুরের সাথে যদি কোন ঔষধি বৃক্ষেরমূল মিশিয়ে খাই তাতে কি কোন সমস্যা আছে?

আলেমঃ না নেই।

মদ্যপায়ীঃ এর সাথে যদি আমি পানি মিশিয়ে খাই তাহলে?

আলেমঃ তৃপ্তি সহকারে খাও।

মদ্যপায়ীঃ যখন এ সমস্ত জিনিসই জায়েয এবং হালাল তাহলে মদকে কেন হারাম বলে। এরমধ্যে তো ঐ বস্তু সমূহই রয়েছে যাকে খেতে ও পান করতে আপনি নির্দেশ দিয়েছেন। অর্থাৎ খেজুর, পানি ও কিছু ঔষধি বৃক্ষের মূল।

আলেমঃ (মদ্যপায়ীকে) যদি তোমার উপর পানি নিক্ষেপ করা হয় তাহলে এতে কি তোমার কোন সমস্যা হবে?

মদ্যপায়ীঃ না কখনো না। পানি পড়লে কি সমস্যা হবে!

আলেমঃ আচ্ছা ঐ পানির সাথে যদি মাটি গুলিয়ে দেয়া হয় তাহলে কি তুমি মরে যাবে?

মদ্যপায়ীঃ জনাব, কাদার আঘাতে কাউকে কোনদিন মরতে দেখি নাই।

আলেমঃ যদি মাটি, পানি একসাথে করে একটা ইট বানিয়ে একে শুকিয়ে যদি তোমার উপর মারি,তাতে কি তোমার কোন সমস্যা হবে?

মদ্যপায়ীঃ জনাব এতে তো আপনি আমাকে হত্যা {ধ্বংস} করে ফেলবেন।

আলেমঃ মদেরও একই অবস্থা। -সংযোজিত।

বিষয়: বিবিধ

১০৯৯ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

175931
১১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাহ ভালোই লেগেছে Rose
175932
১১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার।
175935
১১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২২
ফেরারী মন লিখেছেন : ওয়াও ফাটাফাটি উদাহরণ। চমৎকার
175961
১১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০১
বাংলার দামাল সন্তান লিখেছেন : অনেক সুন্দর পোস্ট
175993
১১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৮
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ
176000
১১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫১
মাজহার১৩ লিখেছেন : আল্লাহু আকবার
176008
১১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১০
নিস্পাপ লিখেছেন : চমতকার !!
176032
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২০
বড়মামা লিখেছেন : সুন্দর ভালো লগলো আপনাকে অনেক ধন্যবাদ ।
176264
১২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৪
১০
178324
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:০৫
হানিফ খান লিখেছেন : লিখাটি পড়ার জন্য আপনাদেরও অসংখ্য ধন্যবাদ।
১১
178342
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৭
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File