যেমন কুকুর তেমন মুগুরঃ
লিখেছেন লিখেছেন হানিফ খান ১১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:১১:০৪ সন্ধ্যা
এক মদ্যপায়ী এক আলেমে দ্বীনকে প্রশ্নকরলোঃ আচ্ছা হুজুর ! বলুন তো দেখি, যদি আমি খেজুর খাই তাহলে কি এতে ইসলামে কোন নিষেধ আছে?
আলেমঃ না কোন নিষেধ নেই।
মদ্যপায়ীঃ খেজুরের সাথে যদি কোন ঔষধি বৃক্ষেরমূল মিশিয়ে খাই তাতে কি কোন সমস্যা আছে?
আলেমঃ না নেই।
মদ্যপায়ীঃ এর সাথে যদি আমি পানি মিশিয়ে খাই তাহলে?
আলেমঃ তৃপ্তি সহকারে খাও।
মদ্যপায়ীঃ যখন এ সমস্ত জিনিসই জায়েয এবং হালাল তাহলে মদকে কেন হারাম বলে। এরমধ্যে তো ঐ বস্তু সমূহই রয়েছে যাকে খেতে ও পান করতে আপনি নির্দেশ দিয়েছেন। অর্থাৎ খেজুর, পানি ও কিছু ঔষধি বৃক্ষের মূল।
আলেমঃ (মদ্যপায়ীকে) যদি তোমার উপর পানি নিক্ষেপ করা হয় তাহলে এতে কি তোমার কোন সমস্যা হবে?
মদ্যপায়ীঃ না কখনো না। পানি পড়লে কি সমস্যা হবে!
আলেমঃ আচ্ছা ঐ পানির সাথে যদি মাটি গুলিয়ে দেয়া হয় তাহলে কি তুমি মরে যাবে?
মদ্যপায়ীঃ জনাব, কাদার আঘাতে কাউকে কোনদিন মরতে দেখি নাই।
আলেমঃ যদি মাটি, পানি একসাথে করে একটা ইট বানিয়ে একে শুকিয়ে যদি তোমার উপর মারি,তাতে কি তোমার কোন সমস্যা হবে?
মদ্যপায়ীঃ জনাব এতে তো আপনি আমাকে হত্যা {ধ্বংস} করে ফেলবেন।
আলেমঃ মদেরও একই অবস্থা। -সংযোজিত।
বিষয়: বিবিধ
১১৪০ বার পঠিত, ১১ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন