মাশরাফি বিন মুর্তজা দেশের রাজনীতির কাছে হেরে গেলেন
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:০৭:১৬ সন্ধ্যা
‘তিন জমিদার ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার’ বিশ্ব ক্রিকেট শাসন করার প্রস্তাব করার পর থেকে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে এক রকমের যন্ত্রণা শুরু হয় ।কারণ ওই পস্তাবে সবচেয়ে করুণ পরিণতি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ভাগ্যে।বাংলাদেশ ও জিম্বাবুয়ে টেস্ট খেলা থেকে দুরে থাকতে হবে।
প্রস্তাবিত ২১ পাতার খসড়ায় অনুচ্ছেদ আছে ছয়টি। ৪ নম্বর অনুচ্ছেদের ৩ নম্বর পয়েন্টের শিরোনাম—‘আইসিসি র্যাঙ্কিং সিস্টেম’। এখানেই বলা হয়েছে, ২০১৫ থেকে ২০২৩ সময়কালে টেস্ট র্যাঙ্কিংয়ের ৯ ও ১০ নম্বর দলকে খেলতে হবে আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে। আইসিসির শীর্ষ সহযোগী দেশগুলোর অংশগ্রহণে প্রথম শ্রেণীর ম্যাচের টুর্নামেন্ট এই ইন্টারকন্টিনেন্টাল কাপ।
দেশের ক্রিকেট প্রেমীদের সাথে যোগ দেন মাশরাফি বিন মুর্তজা উনি বলেছেন প্রয়োজনে খেলা ছেড়ে দেব কিন্তু তা মেনে নেওয়া যায় না।
এর কিছুদিন পরই অনেকটা হুট করে ২০ ওভারের সংক্ষিপ্ত ক্রিকেটের অধিনায়কত্বের দায়িত্বটা তুলে দেওয়া হয়েছে মাশরাফির হাতে।
মাশরাফি ইনজুরি থেকে এখনো ভালো হতে পারেন নি। কিন্তু তারপরও কি কারণে ,কার সার্থে অধিনায়কত্বের দায়িত্বটা তুলে দেওয়া হয়েছে ?
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের রাজনৈতিক অবস্তান দেশবাসী জানে। পাপল তিন জমিদারের প্রস্তাবের পক্ষে কথা বলতেছেন সেটা ও দেশবাসী দেখেছে।
বাংলাদেশের জনগণ জানে আমাদের দেশের রাজনীতির কালো হাত ,তাহলে কি কালো হাত শেষ পর্যন্ত মাশরাফি কে ও গ্রাস করেছে ?তবে বলতে হয় মাশরাফি বিন মুর্তজা দেশের রাজনীতির কাছে হেরে গেলেন।
বিষয়: বিবিধ
১৭৭৭ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চূক চূক
প্রস্তাবে না করলে জমিদাররা যে প্যাঁচে ফেলতো বাংলাদেশকে তা থেকে রেহাই পাবার যোগ্যতা এখনও বাংলাদেশের নেই । সাউথ আফ্রিকার মত দেশ পোষ মেনে গেল , বাংলাদেশ কি গো ধরে পেরে উঠতো ?
পাকিস্তান শ্রী লংকা বিরত থাকলেও তাদেরকে কেউ ফেলার সাহস পাবে না .
হে প্রিয় মেরাজ ভাই- ব্লগে নিয়মিত হন- একবার আসেন একবার যাব এঈডা কেমন কথা হলো?
পুরাই শ্যাষ
মন্তব্য করতে লগইন করুন