এক আলেম তার স্ত্রীকে নিয়ে ট্রেনে করে শ্বশুর বাড়ী যাইতেছে

লিখেছেন লিখেছেন হানিফ খান ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:২৯:৫৬ সকাল

এক আলেম তার স্ত্রীকে নিয়ে ট্রেনে করে শ্বশুর বাড়ী যাইতেছে। তাদের পিছনের সিটেই বসে আছে এক জেনারেল শিক্ষিত লোক তার বউ কে নিয়ে। লোকটির বউ পর্দা তো দুরের কথা বরং খোলামেলা ভাবেই যাইতেছে।

কিন্তু ঐ আলেমের বউ এর অবস্থা তার বিপরীত।

এক পর্যায়ে ঐ আলেম কে উদ্দেশ্য করে লোকটি বলতে লাগলো,

মোল্লা রা নিজেদের বউকে আবদ্দ করে রাখে, একটু খোলামেলা রাখতে জানে না ইত্যাদি ইত্যাদি ।

তখন ঐ আলেম দাঁড়িয়ে লোকটি কে বলল,

আলেমঃ ভাই আপনার এই ব্যাগ টাতে কি ?

লোকটিঃ আমার গোপন জিনিষ পত্র আছে আর টাকা পয়সা আছে।

আলেমঃ সেখানে কেন রাখছেন?

লোকটিঃ লুকিয়ে/সেভএ রেখেছি

আলেমঃ আমিও আমার স্ত্রীকে আভাবেই যত্ন করে রেখেছি যেন কেউ না দেখে, কারন আমার কাছে আমার স্ত্রী খুব মুল্যবান, পকেটের টাকার চেয়েও কোটি গুন বেশি।

আর আপনি, আপনার বউকে পকেটের টাকার চেয়েও বেশি ভালোবাসেন না বা মুল্যবান ভাবেন না, তাই আপনার টাকা পয়সা টা অতি যত্ন ও গোপনে রেখেছেন কিন্তু নিজের বউটাকে জনসম্মুখে খোলামেলা রেখেছে। আর আমরা আমাদের বউকে খুব ভালোবাসি বলেই অন্যের কুদৃষ্টি থেকে তাদের সেভে রাখি।

অতঃপর ঐ জেনারেল লোকটি খুব লজ্জিত হলো।

( বিঃদ্রঃ> ঘটনার ঐ আলেম টি হলো বাংলাদেশের বিখ্যাত আলেম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক নায়েবে আমীর ও বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য “হযরত মাওঃ মুস্তফা আল হুসাইনী সাহেব দাঃ বাঃ” আর তখন তিনি নোয়াখালীতে তার শ্বশুর বাড়িতে আস্তেছিলেন।)

বিষয়: বিবিধ

১৫১৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173204
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৭
সুমন আখন্দ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
173211
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৬
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : অখন্ডনীয় যুক্তি!
173234
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩২
বিন হারুন লিখেছেন : অনেক ভাল লাগল. Rose Rose
173243
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৩
আবু আশফাক লিখেছেন : সত্যিই দারুণ! অনেক ধন্যবাদ।
173246
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৯
সিকদারর লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Rose
173295
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৬
হতভাগা লিখেছেন : আলেম সাহেবর স্ত্রীর মনোভাবও এখানে জানা প্রয়োজন ।

আলেম সাহেব যখন জেনারেল সাহেবের ডোল বাজিয়ে দিচ্ছিলেন তখন উনার স্ত্রী কি স্বামীর বাকচতুরতায় মুগ্ধ হচ্ছিলেন না কি জেনারেল সাহেবের স্ত্রীকে দেখে ঈর্ষা করছিলেন ?
174886
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৪
হানিফ খান লিখেছেন : হতবাগা@ বুঝতে পারেননি যে, এত বড় একজন আলেমের ভাগ্যে ভালো মেয়েই জুটবে। আর সেই মেয়েটি যদি নোয়াখালীর তাহলে তো কথাই নেই। কারন নোয়াখালীর মেয়েদের মোটামুটি কিছুটা ঐতিহ্য আছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File