এর জন্য দায়ী কে ? ? ?

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:০৯:১৪ সকাল

★আছে কি আমাদের

চারপাশের

পরিবেশে বিনয়-

শিক্ষার উপাদান?

★আছে কি দুর্বলের

প্রতি সদয় আচরণের

চর্চা?



আছে কি পারিবারিক

ও সামাজিক

পর্যায়ে ক্ষমা ও

সহনশীলতার

অনুশীলন?

★যদি না থাকে তাহলে কেন

নেই?

★কেন

আমরা জাতি হিসেবে এত

রিক্ত ও নিঃস্ব?

এই

রিক্ততা তো সামান্য

বিষয় নয়,

এতো আমাদের

অস্তিত্বের সংকট!

এই নির্মমতা ও

হৃদয়হীনতার

পরিবেশে যে প্রজন্ম

বেড়ে উঠছে তাদের

কাছে আমরা কীভাবে আশা করব

সহৃদয়তা। তাদের

আচরণ যদি হয় নির্মম

ও অশালীন

তাহলে তো আশ্চর্যের

কোনো কারণ নেই।

★নতুন প্রজন্মের এই

অধঃপতনের জন্য

কি এ জাতির

অভিভাবকদের

কোনো দায় নেই?

★একজন পিতা কি দায়

এড়াতে পারেন তার

বখে যাওয়া সন্তানের?

★একজন শিক্ষক

কি কোনো দায়িত্বই

বহন করবেন না তার

হিংস্র ও নির্মম

ছাত্রটির?

★আজ যে যুবক

বিপথগামী হয়েছে তার

বিপথগামিতার

কোনো দায়ই কি গ্রহণ

করবেন না সমাজের

কান্ডারি ও

অভিভাবকগণ...... ..?

এই সত্য অস্বীকারের

কোনো উপায় নেই যে,

আমাদের অপরাধের

বোঝা ভারি হয়ে চলেছে।

পিতামাতা, শিক্ষক-

উস্তায, নেতা ও

পরিচালক সকলেই

আমরা অপরাধী, শুধু

ব্যক্তি ও সমাজের

কাছে নয়, শুধু ঐ তরুণ ও

যুবকটির কাছেও নয়,

যে তার ভাইকে পায়ের

তলায় পিষ্ট

করতে পেরেছে;

আমরা তো মহা অপরাধী আমাদের

এবং ঐ যুবকের

সৃষ্টিকর্তার কাছে।

★আমাদের

স্রষ্টা কি আমাদের

দান

করেননি আসমানী কালাম,

যাতে আছে সকল

ব্যাধির উপশম........... .?

★আমাদের রব

কি আমাদের

মাঝে পাঠাননি তাঁর

রাসূল, যিনি ছিলেন

মানবজাতির

সর্বোত্তম

আদর্শ.........?

আমাদের

সৃষ্টিকর্তা তো আমাদের

পথ দেখিয়েছেন, কিন্তু

আমরা সে পথে চলিনি।

আলোর পথ

ছেড়ে আমরা চলেছি অন্ধকারের

পথে। মানবতার পথ

ছেড়ে আমরা চলেছি পাশবিকতার

পথে। তাই এখন

চারপাশে শুধু

শুনতে পাচ্ছি হায়েনার

ডাক। একটি মানব-

বসতি কীভাবে এমন

বিরান হয়ে গেল? কেউ

কি আছে, এই বিরান

জনপদের উপর দু

ফোঁটা অশ্রু ফেলবে?

এখনো সময় আছে।

কারন আল্লাহ তাঁর

কালাম

এখনো উঠিয়ে নেননি।

তাঁর রাসূলের সুন্নাহ

এখনো আছে আমাদের

মাঝে! এখনো সুযোগ

আছে বিনীত হওয়ার,

তওবা করে জুলুম ও

পাপাচার ত্যাগ করার।

আরহামুর রাহিমীনের

ক্ষমার দুয়ার

এখনো খোলা। কিন্তু

একদিন তা বন্ধ হবে।

যেদিন বন্ধ

হবে সেদিন শত

আর্তনাদেও তা আর

খুলবে না। আর

আল্লোহ

তাআলা বলেন,

অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণ

করো না। নিশ্চয়

আল্লাহ কোন

দাম্ভিক

অহংকারীকে পছন্দ

করেন না।

(সূরা,লুকমান ১৮)

COPY FROME fb >omer heet নানার ওয়াল থেকে

বিষয়: বিবিধ

৮৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File