হাসিনা দশ ট্রাক অস্ত্র মামলা নিয়ে নতুন নতুন মেজিক দেখাচ্ছে !!
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:১৮:৪২ সকাল
হাসিনা ঃ দশ ট্রাক অস্ত্র মামলায় বেগম জিয়া ও তারেক রহমানের বিরদ্ধেও ব্যবস্থা নেয়া হবে ৷ কারন বেগম জিয়া তখন প্রধানমন্ত্রী ছিলেন, এবং তিনি এর বিরদ্ধে ব্যবস্তা নেন নি ৷
✍মাহফুজ ঃ ম্যাডাম বিডিয়ার বিদ্রোহ যখন হয়েছিল তখন আপনি কি ব্যবস্তা নিয়েছিলেন ? কেন প্রায় ১০০ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল ? তখন আপনি কোথায় ছিলেন ? আপনি এই হত্যাকান্ড বন্ধে কি ব্যবস্তা নিয়েছিলেন ?
বেগম জিয়াকে যদি দশ ট্রাক অস্ত্র মামলায় জড়ানো হয় তাহলে আপনাকে কেন বিডিআর বিদ্রোহের মামলায় আসামী করা হবেনা ?
আর যদি বেগম জিয়া সেই ঘটনায় জড়িত থাকতেন, তাহলে মামলার শুরুতে বেগম জিয়াকে আসামী করা হলনা কেন ?
ম্যাডাম ! ফাইজলামি করার জায়গা পান না ! এই ফাইজলামি একদিন বন্ধ করা হবে ইনশা আল্লাহ ৷
বিষয়: রাজনীতি
১১১৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার ঘাঢ়ে মাথা কয় টা ? পাঙ্গা নেবার আগে বাবা মা , বৌ পোলাপানদের সাথে কথা বলা উচিত ।
খালি আছে কথায় কথায় রাজা উজির মারার তালে
মন্তব্য করতে লগইন করুন