বিশ্ব ইজতেমার প্রস্তুতি সম্পন্ন...
লিখেছেন লিখেছেন হানিফ খান ২২ জানুয়ারি, ২০১৪, ০৯:১৮:৫৪ রাত
বিশ্ব ইজতেমার প্রস্তুতি সম্পন্ন...
বিশ্ব ইজতেমার মুরুব্বী গিয়াস
উদ্দিন
জানান, ইজতেমার প্রথম
দফায়
বিদেশি মুসল্লিদের
সঙ্গে দেশের ৩২
জেলার মুসল্লিরা যোগ দেবেন।
এজন্য
পুরো ইজতেমা ময়দানকে ৪০টি খিত্তায়
ভাগ করা হয়েছে। ২২
জানুয়ারি মুসল্লিরা খিত্তায়
অবস্থান
নেবেন। ইতোমধ্যে কয়েক
হাজার
বিদেশি অতিথি পৌঁছে গেছেন।
ইজতেমা উপলক্ষে তুরাগতীরে ভাসমান
সেতু স্থাপন, গ্যাস-বিদ্যুৎ-প
ানির
লাইন সংযোগসহ সব
প্রস্তুতি প্রায়
শেষ হয়ে গেছে বলে জানান
তিনি।
আখেরি মোনাজাতের মধ্য
দিয়ে ২৬
জানুয়ারি ইজতেমার প্রথম
দফা শেষে দ্বিতীয় দফা শুরু
হবে ৩১
জানুয়ারি। দ্বিতীয় দফা শেষ
হবে ২
ফেব্রুয়ারি। মুসল্লির
সংখ্যা বাড়তে থাকায় গত তিন
বছর
ধরে দুই দফায় বিশ্ব
ইজতেমা অনুষ্ঠিত
হচ্ছে। এবার প্রথম দফায়
গাজীপুর,
ঢাকা, সিরাজগঞ্জ, ফরিদপুর,
নরসিংদী,
কিশোরগঞ্জ, রাজবাড়ি,
শরিয়তপুর,
নাটোর, শেরপুর, দিনাজপুর,
হবিগঞ্জ,
রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা,
জয়পুরহাট, রাজশাহী, সিলেট,
চাঁদপুর,
ফেনী, চট্টগ্রাম, বান্দরবান,
খাগড়াছড়ি, রাঙ্গামাটি,
বাগেরহাট,
কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা,
যশোর,
ভোলা, বরগুনা ও ঝালকাঠির
মুসল্লিরা ইজতেমায় অংশ
নেবেন।
বিষয়: বিবিধ
১১৯৩ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
@বড় ভাই আপনি কি বলেন??
কিন্তু কাউকে এ পর্যন্ত বলতে শুনিনি যতটুকু মনে আছে সেই আলোকে।
আর এটি হলো একটি মূর্খতাসম্পন্ন কথা।
কোন তবলীগের ভাইদের এ কথা বলতে শুনিনি কখনও।
মন্তব্য করতে লগইন করুন