কে কাশেম চোরা ? সরকার নাকি জনগন?

লিখেছেন লিখেছেন হানিফ খান ১৩ অক্টোবর, ২০১৩, ০২:৫৩:১৩ দুপুর

বি টি ভি তে খেলা দেখতে গিয়ে খেলার বিরতিতে সরকারের উন্নয়ন মুলক কাজের একটি প্রতিবেদন দেখলাম ঠিক এমন- Thumbs Down

কাশেম চোরা গাছের নিচে বসে জিমাইতেছে হঠাত এক লোক এসে বলল, কি ভাই ঘুমাইতেছেন নাকি?

তখন আরেক লোক বলে উঠলো চুরির সুবিধা পাইতেছে না তাই জিমাইতেছে ।

তখন আরেকজন বলতে লাগলো, বিগত সরকারের আমলে মানুষ শুধু মোটা মোটা খাম্বা দেখেচে বিদ্যুৎ চলো না বলে চোরেরা সারা রাত

চুরি করার সুযোগ পেতো। কিন্তু এখন রাত্রে বিদ্যুৎ ও যায় না চোরেরা ও চুরি করার সুযোগ পায় না। পরে অপর একজন লোক পাশের এক দোকানি কে জিজ্ঞাসা করলো বিদ্যুতে কোন ডিস্টার্ব করতেছে কিনা? তখন দোকানি বলল,

যারা বলে ডিস্টার্ব হয় তাদের উদ্দেশ্য খারাফ তারা কাশেম চোরার আত্তীয়। এভাবেই সরকারের প্রসংসার করতে গিয়ে মিডিয়া গুলাতে কৌতুক চলে। ঐ দিন আমার এক বন্ধু ফেসবুকে তার স্ট্যাটাসে লিখেছে তাদের এলাকায় বিদ্যুৎ মাঝে মাঝে আসে, এখন কি সেও কাশেম চোরার আতীয়?

নাকি সরকার নিজেই কাশেম চোরা যারা রাতের অন্ধকারে ভারতকে করিডোর দেয়, যারা গাড়ি ভরতি টাকা নিয়ে ধরা খায়,

যারা শেয়ার বাজারের সব টাকা খেয়ে কোটিপতি হয়, যারা পদ্মাসেতু ডেস্টিনি, বিসমিল্লাহ গ্রুপ, হলমার্ক কেলেঙ্কারি সহ সমস্ত জাতীয় চুরীতে ধরা খেয়েছে।আমার মনে হয় এরাই সেই কাশেম চোরা। Nail Biting Nail Biting

বিষয়: বিবিধ

১৩০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File