আশা
লিখেছেন লিখেছেন জারিন সুবাহ ১৩ অক্টোবর, ২০১৩, ০৩:১৭:৪৫ দুপুর
ছোট ছোট আশা
ছোট ছোট স্বপ্ন
মিলে মিশে হয়ে যায়
হৃদে বাঁধা রত্ন
কারো সেই আশাতে
স্বপ্নিল বাসাতে
ঘূর্ণীতে ভেঙ্গে যায়
ফ্রেমে বাঁধা লগ্ন
তৃপ্তিতে হাসে কেউ
স্বপ্ন পূরণে
ত্যাগ করেই সুখ পায়
সুখ হাসে জীবনে
জয় করে দুঃখ
আশা হয় বাস্তব
বসে বসে আশা করা
হয় সে ভগ্ন
বিষয়: সাহিত্য
১৩২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন