সুতায় সুঁই ঢুকাতে না পারলে বলে যেঃসুঁইয়ের ছিদ্র নেই।

লিখেছেন লিখেছেন হানিফ খান ০৮ জুন, ২০১৩, ০৮:৫২:১৭ সকাল

চ্যাম্পিয়ন ট্রফিঃ

পাকিস্তান ১৭০ রান করেছে।আমরা ধরেই

নিয়েছিলাম

ক্যারিবিয়রা বুজি হাসতে হাসতে ম্যাচটি জিতে

কিন্তু কোথায় কি?উল্টো ওরাই

হারতে বসেছিল।যদিও শেষ পর্যন্ত ২

উইকেটের জয় পেয়েছে।

আসল কথা এইটা না।পাকিস্তান ১৭০

রানে আলাউট হয় যেখানে মিসবাহ করে ৯৬।

ধরুন মিসবাহ ৫ রানে আউট হয়ে গিয়েছে যার

ফলে তাদের স্কোর ১০০ পৌঁছাতে পারতোনা।

কিন্তু তেমন কিছু ঘটেনি।অন্য

ব্যাট্সম্যানরা কি খেলেছে তা আমরা অনেক

ভালো করেই জানি।আর ক্যারিবিয়রা ১৭০ রান

করতেই তাদের জান শেষ।কিন্তু এতে ক্রিকেট

মহলের তেমন কোন ক্ষতি হয়নি(আন্তর্জাতি­

ক বিশ্লেষকদের মতে)।

অস্ট্রেলিয়া ৬৪ রানে অলাউট হয় তাতেও কিছু

ক্ষতি হয়না।তাদের অস্তিত্ব নিয়ে কেউ

কথা বলেনা।

কিন্তু একবার চিন্তা করুন বাংলাদেশ

যদি এইরকম খারাপ ম্যাচ

খেলে তাহলে অনকে চিন্তাবিদ বেরিয়ে আসেন

যারা আমাদের অস্তিত্ব টেনে কথা বলেন।

আমি কোন ক্রিকেট দলকে কেন্দ্র

করে কথাগুলো বলিনি।বলেছি সেই সকল

সমালোচকদেরকে যারা সুতায় সুঁই

ঢুকাতে না পারলে বলে যেঃসুঁইয়ের ছিদ্র নেই।

বিষয়: বিবিধ

১১২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File