Roseযুবক তোমার ইচ্ছে ঘুড়ি Rose যুবাদের উদ্দেশ্যে..........

লিখেছেন লিখেছেন আবু আশফাক ০৮ জুন, ২০১৩, ০৯:০৮:৫৩ সকাল



যুবক হলে ওরাও তুমি তোমার যত ইচ্ছে ঘুড়ি

আকাশ পানে তাকিয়ে হলেও উদারতা করবে চুরি।

শান্ত হবে শিষ্ট হবে কোথায়ও আবার জ্বলবে তুমি

কখনও তোমার হুংকারেতে থেমে থেমে কাপবে ভুমি।


তুমি হবে পথ প্রদর্শক সকল যুবার আশার আলো

সঠিক পথের নির্দেশনায় সামনের দিকে এগিয়ে চলো।

যুবক তুমি ভয় পেয়ো না যুবক নহে ভীতু যারা

সামনে পানে তাকিয়ে দেখো বারে বারে ডাকছ কারা।


তোমার দৃষ্টি থাকবে শুধু পুর্বসুরী মহামানব

আলোকিত জীবন গড়ে ধ্বংসিয়েছে সকল দানব।

তুমিও এখন তাদের মতো দেশ ও জাতির কান্ডারি হও

সকল বাধা মাড়িয়ে তুমি জাতির স্বার্থে নজর লাগাও।


বিষয়: বিবিধ

১৭৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File