আমার জন্য একটি মোটামোটি ভাল নিউজ শুনলাম।
লিখেছেন লিখেছেন আহমদ মুসা ২১ জানুয়ারি, ২০১৪, ০৭:৩২:১১ সন্ধ্যা
গত সপ্তাহে আমাদের গ্রামের একজন মধ্য বয়স্ক ভদ্রলোক তার ছেলের ব্যবহৃত একটি কম্পিউটার দেখালেন একটু পরামর্শ নেয়ার জন্য। ছেলে ল্যপটপ কিনেছে তাই ডেস্কটপ বিক্রি করে দেবেন। আমিও দীর্ঘদিন ধরে একটি ডেস্কটপ অথবা ল্যপটপ কম্পিউটার ক্রয়ের জন্য টাকা সঞ্চয় করার চেষ্টা করছি নিজের সামর্থানুযায়ী। কিছুক্ষণ পূর্বে ভদ্রলোক আমাকে ফোন করে জানালেন তিনি ছেলের কম্পিউটারটি আমার কাছে বিক্রি করতে চান। যদি কম্পিউটারটি আমার সামর্থের মধ্যে কিনতে পারি তবে খুবই ভাল হবে আমার জন্য। দীর্ঘদিন ধরে আমার প্রথম ও দ্বিতীয় মেয়ে কম্পিউটার নেয়ার জন্য আব্দার করে আসছে। ইনশায়াল্লাহ এবার তাদের আব্দারও পূরণ করতে পারবো আমারও দীর্ঘক্ষণ কর্মস্থলে কম্পিউটার নিয়ে বসে থাকতে হবে না।
বিষয়: বিবিধ
১৭৮১ বার পঠিত, ৪৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাইহোক আগে জিনিসটা হাতে আসুক। তারপর দেখা যাবে কোন মহান শিক্ষাবিদ (হতে পারেন তিনি কোন একজন মহান প্রিন্সিপ্যাল বা অধ্যক্ষ) দিয়ে উদ্বোধন করা যায় কিনা।
শুভ কামনা।
এগুলো দেখেন মুসাভাই।
আর আপনাকে একটা বুদ্ধি দেই--ভদ্রলোককে বলেন প্রথম কিছু টাকা দিব বাকিটা কিস্তিতে। দেখেন রাজি হয় কি না।
র্যম হচ্ছে ১ জিবি, (সম্ভবত ডিডিআর-২)
মাদারবোর্ড ইন্টেল (জেনুইয়েন, এই মুহুর্তে মডেলটির নাম মনে পড়ছে না)
হার্ড ডিস্ক ২০০ বিজি সামসাং (৭২০০ আরপিএম)
মনিটর ১৭“ পিলিপস (সিআরটি)
মাউস অপটিক্যল (পিএস-২)
কিবোর্ড নরমাল (ব্রান্ডের নাম মনে পড়ছে না)
সম্ভবত ডিভিডি ড্রাইভটি আসুস কোম্পানীর।
একটি প্রিন্টারও আছে। প্রিন্টারটার নাম ও মডেল এই মুহুর্তে মনে পড়ছে না। তবে ওটা চালিয়ে পরীক্ষা করা হয়নি।
ইউপিএস নেই তবে একটি স্ট্যবলাইজার আছে।
কেসিংটা দেখতে তেমন লাক্সারিয়াস নয় যা আমার জন্য তেমন বিবেচ্য বিষয় না হলেও একজন নতুন ব্যবহারকারীর সন্দেহ হতে পারে এসকারাপ কম্পিউটার হিসেবে।
বর্তমানে পিসিটিতে উইন্ডোজ এক্সি ইন্সটল করা আছে। তবে স্পিকার দেখিনি। আমি চিন্তা করছি স্পিকার দিতে না পারলে স্ট্যবলাইজার দাবী করবো তার থেকে।
আপনার পরামর্শটা আমার পক্ষে সুবিধাজনক হলেও ঐ ভদ্রলোকের জন্য কিছুটা পেরেশানীর হতে পারে। কারণ সেও আমার মত সল্প আয়ের মানুষ। কিস্তিতে দেয়ার কথা বললে হয়তো সে রাজী হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে আমি যত টাকা দিয়ে তার সাথে দর নির্ধারণ করছি তা তো আমাকে পরিশোধ করতেই হবে। তাকে যদি আমি বিভিন্ন কিস্তিতে দাম পরিশোধ করি তবে তার তো অসুবিধাও হতে পারে।
পিসিটা ভালই নিতে পারেন।
শুভকামনা আপনার পিসির জন্য
পুরান কম্পিউটার আর নতুন বউ একই রকম জ্বালায়।
ধন্যবাদ
নতুন এবং পুরাতন খরিদের ক্ষেত্রে ক্রেতার সামর্থ্যের উপর কিছুটা নির্ভরশীল। আপনাকে ধন্যবাদ সুন্দর পরামর্শ দেয়ার জন্য।
আর টাকা বাচানোর কথা কি বলবো! প্রকৃতপক্ষে আমি টাকা বাচাঁনোর চিন্তা করছি না। আমি আসলে আমার সামর্থ্যনুযায়ী টাকার সমপরিমান মূল্যের কম্পিউটার ক্রয় করার চিন্তা করছি। আরেকটি বিষয় হচ্ছে আমি কম্পিউটারটি শুধু মাত্র দু'মাস বা তার চেয়ে একটু বেশী সময়ের জন্য কিনছি না। যতদিন সম্ভব এই কম্পিউটার দিয়ে আমার চাহিদা মিটাতে পারি ততদিন এটি ব্যবহার করবো। ইলেক্ট্রনিক্স পণ্য যে কোন মুহুর্তে নষ্ঠ হতে পারে। আবার অনেকদিনও সচল থাকতে পারে। অনেকদিন ভাল থাকাটা হচ্ছে তকদীরের ব্যাপার। আমিও সেটা তকদীরের উপর চেড়ে দিতে চাই। ওয়ারেন্টি পাবো না- এটা টিক। কিন্তু প্রাথমিক সার্ভিসিং ও ট্রাবলশুটিংয়ের ব্যাপারে ইনশায়াল্লাহ আমি নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। পুরাতন কম্পিউটার আমার হাতে আসার সাথে সাথে বিক্রেতার দায়িত্ব শেষ। কিন্তু আমার দায়িত্ব তো আর শেষ হয়ে যাচ্ছে না। এক্ষেত্রে আমি চেষ্টা করবো কম্পিউটারটির সর্বোচ্চ ব্যবহার ও পারফরমেন্স ইউটিলাইজ করার। তাই আমি আশা করছি কম টাকা দিয়ে নিতে যাচ্ছি বলে টাকাগুলো পানিতে যাবে না। মাত্র দশ হাজার!
শুভ কামনা।
মিষ্টির কথা বলছেন? তাহলে চলে আসুন মিষ্টি খেতে, সাথে সোহেল ভাইকে আনতে ভুলবেন না।
মন্তব্য করতে লগইন করুন