সাতক্ষীরা থেকে নির্যাতিত এক বোনের চিঠি পড়ুন।
লিখেছেন লিখেছেন আহমদ মুসা ২১ জানুয়ারি, ২০১৪, ০৪:২২:০৭ বিকাল
"আপু,
ভালো আছেন আশাকরি। আমাকে আপনি চিনবেন না। তবুও একান্ত নিরুপায় হয়ে আজ আপনাকে লিখছি। আমি আসলে বুঝতে পারছিলাম না কিভাবে এই কথাগুলো বলা যায় এবং আদৌ ঠিক হবে কিনা কিংবা আপনি বিরক্ত হন কিনা। প্রতিদিন হয়ত অনেক মেসেজ আপনি পেয়ে থাকেন তাই বিরক্ত হওয়াটাও স্বাভাবিক। তবুও লাজ শরমের মাথা খেয়ে আপনাকে একটা অনুরোধ করবো। রাখতে পারবেন কিনা তা আমি জানিনা, কিন্তু তবুও মনে ক্ষীণ আশা যদি আপনার দয়া হয়।
তার আগে আমার কিছু কথা বলে নিচ্ছিঃ
আমি সাতক্ষীরার মেয়ে। আমার বাবা ওখানে একটি পোষ্ট অফিসের পোষ্ট মাস্টারের কাজ করেন। আগে গ্রামের স্কুলে পড়াতেন। আমরা দুই বোন, দুই ভাই। আমিই বড় ওদের মধ্যে। ইন্টার মিডিয়েট পড়বার পর আমার বাবা খুব শখ করে আমায় ঢাকা ভর্তি করিয়ে দিতে আমার এক মামাকে অনুরোধ করেন এবং মামা মিরপুর বাংলা কলেজে ভর্তি করিয়ে দেন।। আমার ফেইসবুক অ্যাকাউন্ট একটি ছিলো কেবল মাত্র ছবি আপলোড করবার জন্য। এই আইডি খুব নতুন করে তৈরি করেছি। কিভাবে বাংলা লিখতে হয় সেটিও শিখেছি। আমার এই আইডি নকল কিন্তু আমি মানুষটি নকল নl l
যাইহোক এখন আসল কথায় আসি। আপনি নিশ্চই শুনেছেন কিছুদিন আগে সাতক্ষীরার ঘটে যাওয়া ভয়ংকর সব ঘটনা। আমি তখন বেড়াতে গিয়েছি ঢাকা থেকে ওখানে। আমরা ঘুনাক্ষরেও বুঝতে পারিনি কি ঘটতে যাচ্ছে আমাদের জীবনে! আমাদের এলাকা জামাত অধ্যুষিত। কিন্তু আমার বাবা বা কেউই আমরা জীবনে রাজনিতির সাথে জড়িত ছিলাম নাl কোনদিনও না। তবে মিথ্যে বলবনা, আমার বাবা জামাতকে ভোট দিয়েছেন এবং এরশাদ সাহেবকেও ভোট দিয়েছিলেন আগে। বাবা কিন্তু জানেন না জামাতের নেতা কারা, এরশাদ যে স্বৈরাচারী উপাধি পেয়েছে এইসব। বাবা স্বল্প শিক্ষিত মানুষ ছিলেন যদিও প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। আমরা আসলে ওসব নিয়ে কোনদিন আলোচনাই করিনি। নিজেদের সংসারের কলহ, আনন্দ এসব নিয়েই ব্যাস্ত থাকতাম।
হঠাত করেই আমাদের পাশের বাড়ির চাচা এসে আব্বাকে বলছিলেন, আর্মি আসছে জামাতিদের ধরতে। আব্বা তেমন কোন গুরুত্ব না দিয়ে আলোচনা করতে লাগ্লেন ওই চাচার সাথে। এর কিছুক্ষন পরেই শুনতে পেলাম গুলির শব্দ, চেচামেচি, আল্লাহু আকবর, গাড়ির ইঞ্জিনের শব্দ, মহিলাদের কান্না, কেমন যেন একটা অবস্থা! আমরা প্রথমে ভেবেছি কোথাও ডাকাত পরেছে কিংবা আগুন লেগেছে। চাচা আর আব্বার সাথে আমার ১২ বছরের ভাইটিও এক্সাইটেড হয়ে গিয়ে দৌড়ে উঠান ছেড়ে বাইরে বেড়িয়ে গেল। কিন্তু আমাদের কার্নিশ থেকে দেখা যাচ্ছে প্রচুর মানুষ জন এদিক সেদিক পালাচ্ছে। আমরা মেয়েরা ভয়ে দরজা লাগিয়ে দিলাম। তখনও জানিনা ব্যাপারটি কি। সাথে সাথেই দরজায় টোকা পড়তে লাগলো, না খোলাতে এবার ধাম ধাম করে বারি শুরু হল! আমি আর আমার সন্তান সম্ভবা ছোট খালা খাটের নিচে ঢুকে গেলাম। আল্লাহ তায়ালা মনে হয় মেয়েদের সিক্সথ সেন্স অনেক স্ট্রং করে পাঠান। আমার ৫ বছরের খালাতো ভাই ভয় পেয়ে কাঁদতে শুরু করল। আম্মা ওকে ধরে দাঁড়িয়ে আছেন, কিংকর্তব্যবিমুঢ় অবস্থায়। আমাদের কাঠের দরজা ভাঙতে খুব বেশি বেগ পেতে হয়নি ওদের।
আমি চোখ বন্ধ করেছিলাম না কি হয়েছিলো তা আর আমার মনে নেই। শুধু ভাংচুরের শব্দ, কান্না, আর আমার মায়ের কণ্ঠ ভেসে আসছিলো, বাবারে পায়ে ধরি , বাবা পায়ে ধরি, বাবা আমরা নিরীহ, এইসব কথার আর্তনাদ। খালাতো ভাইটাকে ধাক্কা মেরে দেয়ালে ঠেলে দেয়ার পর আর কোন সাড়া শব্দ নেই ওর। একজনের কণ্ঠ শুনলাম, ধুর ব্যাডা কি করস? দশ বারোজন লোক কারও গায়েই ইউনিফর্ম ছিলোনা। ওরা খাটের তোষক উল্টে ফেলে দেয়। খালা আর আমি ভয়ে চিৎকার করে উঠি। ওরা এবার খাটের নিচে উঁকি দিয়ে দেখে আমরা! খালাটা ইতিমধ্যে অজ্ঞ্যান হয়ে পড়ে আছেন। আমাকে ওরা টেনে বের করে আমার কামিজ ধরে। আমি বলি, প্লিজ ভাইয়া। আপনারা আমার ধর্মের ভাই লাগেন, ভাইয়া প্লিজ। একজন বলে, "এল্লা পিলিজ *দাইতাসে। খা** মা** বান্ধ।" এই কথা বলেই চড় লাগিয়ে দেয়, আমার মা দৌড়ে আসেন, তাকে চুলের মুঠি ধরে চড় থাপ্পড় দেয়া হয়। বাজে গালি দেয়া হয়। আমি ওদের চড় খেয়ে দরজার কাছে ছিটকে পড়ি। সাথে সাথেই এক দৌড় দিয়ে বাইরে চলে আসি। কে আমার পেছনে আসছে নাকি আমি কোথায় যাচ্ছি তা বুঝতে পারিনি, কেবল একটা কথাই মনে ছিল, দৌড়াতে হবে। আমি একটা গয়াল ঘরের পেছনে আশ্রয় নেই। চার ঘণ্টা আমি ওখানেই ছিলাম। পড়ে আস্তে আস্তে বের হয়ে আসি সব কিছু ঠান্ডা হয়ে এলে। আমাদের বাড়ি আমি চিনতে পারছিলামনা। কাঠের স্তূপ হয়ে পড়ে আছে। মহিলারা বিলাপ করে কাঁদছে। বাবা তখনও বাসায় ফেরেনি। আমার মাকে জড়ো করে অনেক মহিলারা দাঁড়ানো। মা নিথর বসে আছেন খালার লাশের সামনে। রক্তে খালার শাড়ী ভিজে চুপচুপা। একটা বাড়িতেও কোন পুরুষ ছিলোনা, কেউ ডাক্তারের কাছে নিয়ে যায়নি খালাকে, সবার বাড়িই ভেঙ্গে ফেলা হয়েছে, লুটপাট করে নিয়ে গিয়েছে সব কিছু। সব কিছু। অন্তত পক্ষে ৯ জন মেয়ে ধর্ষিত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ থেকে আসা একটি কাজের মেয়ে সহ একি পরিবারের তিনজন আছে এবং তারা ধর্ষিত হয়েছে পুলিশ দ্বারা। আমাদের বাসায় যারা এসেছিলো তারা পুলিশ ছিলোনা। খাটো ও বখাটে ধাঁচের ছিল। ৬ জন মারা গিয়েছে। অসংখ্য যুবক ছেলের হাত নেই, পা নেই এরকম অবস্থা। গুলি খেয়ে, চাপাতির কোপ খেয়ে অনেকে জখম। আর বাড়িগুলো ভাঙ্গাচোরা স্তুপ। চার পাঁচটা গরুর গায়েও গুলি লেগেছে। একটা মৃত্যু পুরি। আমরা সাতদিন পর্যন্ত সম্পূর্ণ খলা আকাশের নিচে রাত কাটিয়েছি। আপনি কি জানেন, একপরিবারের এক মেয়ের জামাইকে সামান্য আঘাত করে গর্তে ফেলে দিয়ে জীবন্ত মাটি চাপা দিয়ে দেয়া হয়েছে?
বিশ্বাস হয় আপু ? হয়না তাইনা? হবে কেন? কোন মিডিয়া যায়নি কাভার করতে, কিছু ছেলেপেলে গিয়েছিলো মোবাইল দিয়ে ভিডিও করতে, সবাই মিলে তাড়িয়ে দিয়েছে ওদের। রাগে, ক্ষোভে। সাতক্ষীরা অঞ্চলটি কি দেশের বাইরে? আমরা কি মানুষ না আপু ?? আমাদের কি ব্যাথা লাগেনা গুলি খেলে? ধর্ষিত হলে? আমরা কি করেছি যে আমাদের এরকম ভাবে নিঃশেষ করে দেয়া হল? আমার বাবা এখন বাড়ি ফিরেছেন শুনেছি, কিন্তু কথা বলতে পারেননা।
আমি ঢাকায় এসে অনেক সংবাদ পত্রের অফিসে গিয়েছি, কেউ আমার কথা শুনতে চায়নি। যে দু একজন শুনেছে তারা বলেছে, ধৈর্য ধর। ব্যাস, এটুকুই। আমরা মানুষ না তাইনা আপু ? আমার মা ভাবছেন, আমার আর বিয়ে দেয়া যাবেনা। লোকে কি বলবে? আমরা কার কি ক্ষতি করেছি ভাই? আমাদেরও ক্ষুধা লাগে, ব্যাথা লাগে যেমন আপনাদের লাগে। আমরাও মানুষ। হয়ত গরীব, দামি সাবান, দামি প্রসাধনী ব্যাবহার করতে পারিনা। পারফিউম দিয়ে গায়ের গন্ধ ঢেকে রাখতে পারিনা, শুদ্ধ ভাবে কথা বলতে পারিনা কিন্তু তারপরও আমাদের জীবন আছে, আমার আর এখন কান্না আসেনা। কিন্তু এত অসহায় লাগে। আশে পাশের সব মানুষকে ভয়ংকর মনে হয়।
আপনার কাছে বলার একটাই উদ্দেশ্য , আপনি কি আমার এই কথাগুলো একবার আপনার বন্ধুদের জানাবেন? আপনি বিদেশ থাকেন বলে আপনাকে জানালাম যেন আপনার ক্ষতি না হয় l আমাদের সন্মান আর আমাদের জীবন আর ফিরে পাবনা জানি কিন্তু অন্তত পক্ষে কিছু মানুষ জানুক , বিংশ শতাব্দীতে কি বর্বর ঘটনা ঘটে গিয়েছে আমাদেরি দেশে।"
বি. দ্র. এই লেখাটি ফেইসবুক থেকে নেয়া হয়েছে।
নিচে তার লিংক দেয়া হলো
ফেইসবুকের লিংক এখানে ক্লিক করুন।
বিষয়: বিবিধ
৩৯০২ বার পঠিত, ৪৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু এখন কি দেখছি? এটি কি আমার জন্মভূমি সোনার বাংলাদেশ? নাকি ইসলামের শত্রুদের কোনো শিকার ক্ষেত্র? কি হচ্ছে এসব?
এখন কি আমাদের গায়ের লোম দাড়ায় না? এদেরকে সাহায্য করতে কি আমাদের ভিসা লাগবে? নাকি লাখ লাখ টাকা ছাড়া সে কথা চিন্তা করা যাবে না?
শিক্ষা ব্যবস্থা নিয়ে লিখিত আমার ব্লগটিতে আশফাক ভাইয়ের কোন মতামত পেলাম না।
এসব বর্বর হায়েনা কারা তা এদেশের প্রত্যেক মানুষই জানেন। কিন্তু তথাকথিত সুশীল সমাজ এবং সমাজের এলিট সোসাইটির আত্মশীকৃত কর্তাকর্তা সেজে বসে থাকা মোড়লগুলো এখনো পর্যন্ত মুখে কুলুপ এটে, তালা মেরে চুপ করে আছে। দেশের নিরাপরাধ শান্তশিষ্ট গ্রামীন মানুষগুলোর উপর এভাবে গনহত্যা চালিয়ে লন্ডভন্ড করে দিবে ভারতীয় বর্গী হায়েনাগুলো! অথচ জাতির বিবেগগুলো এখনো পর্যন্ত তার প্রতিরোধে এগিয়ে আসছে না?
আমার ব্লগ পাতা থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইল।
তুমি আমার জাতি ও দেশকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা কর। আমীন
এর পরেও সাহায্যে তো তার কাছেই চাইতে হবে। যেভাবে চাইলে আল্লাহর মর্জি সৃষ্টি হয় সেভাবেই যেন আমাদের চাওয়ার যোগ্যতা দেন সেই প্রার্থনাই করছি।
আল্লাহ আমাদের উপর থেকে জালিম শাসককে দুর করো।
দুর করো আল্লাহ দুর করো।
আমাদের অবশ্যই আল্লাহর সাহায্যে পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহর কাছে ফরিয়াদ করছি- হয়তো জালিমদেরকে হেদায়ত দান কর না হয় দুনিয়ার সমস্ত জালিমদের জন্য শিক্ষনীয় দৃষ্টান্ত করে নিকৃষ্টতম পন্থায় তাদেরকে শাস্তি দান করো।
আমাদের অবশ্যই আল্লাহর সাহায্যে পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহর কাছে ফরিয়াদ করছি- হয়তো জালিমদেরকে হেদায়ত দান কর না হয় দুনিয়ার সমস্ত জালিমদের জন্য শিক্ষনীয় দৃষ্টান্ত করে নিকৃষ্টতম পন্থায় তাদেরকে শাস্তি দান করো।
আল্লাহর সাহায্য পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে আমাদের। আমরা কি আল্লাহর সাহায্য পাওয়ার মত এমন কোন কাজ কর্ম করছি যাতে করে তার সাহায্য পাওয়ার হকদার হয়ে গেছি?
এর পরেও সাহায্যে তো তার কাছেই চাইতে হবে। যেভাবে চাইলে আল্লাহর মর্জি সৃষ্টি হয় সেভাবেই যেন আমাদের চাওয়ার যোগ্যতা দেন সেই প্রার্থনাই করছি।
আপনাকে অনেক ধন্যবাদ ব্লগ পাতায় আগমনের জন্য। বর্তমানে এসব হায়েনাগুলোর হাতে শুধু মুসলমানরাই নির্যাতিত হচ্ছে না। বরং এসব তাগুতি শক্তির পুজারী শয়তানের আন্ডা বাচ্চাদের ক্ষমতার কুরসীকে নিরাপদ রাখার জন্য পরিকল্পিতভাবে সংখ্যালগুদের পর্যন্ত আক্রান্ত করছে।
[ আন্ নিসা; আয়াত নং- ৩০]
এর পরেও সাহায্যে তো তার কাছেই চাইতে হবে। যেভাবে চাইলে আল্লাহর মর্জি সৃষ্টি হয় সেভাবেই যেন আমাদের চাওয়ার যোগ্যতা দেন সেই প্রার্থনাই করছি।
আপনাকে ধন্যবাদ ব্লগ পাতায় ভিজিটের জন্য।
মন্তব্য করতে লগইন করুন