একজন ব্লগারের অমার্জনীয় ধৃষ্ঠতা এবং কর্তৃপক্ষের নির্বিকার আচরণ।

লিখেছেন লিখেছেন আহমদ মুসা ১৮ নভেম্বর, ২০১৩, ০৬:৩৪:৫৬ সন্ধ্যা

সম্ভবত কানাডা প্রবাসী একজন হিন্দু ধর্মের অনুসারী মহিলা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নিক নাম ব্যবহার করে অনবরত কোরআন-সুন্নাহ, আল্লাহ, রাসুল (সা), সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদীন, উম্মুহাতুল মুসলিমিন, বিভিন্ন ইসলামী চিন্তাবিদ ও আকাবেরীনে ইসলামের ব্যাপারে অমার্জনীয় দৃষ্টতার সাথে মিথ্যা কুৎসা রটিয়ে বিভিন্ন পোস্ট এবং মন্তব্যে করে যাচ্ছে। কিন্তু ব্লগ কর্তৃপক্ষ এ ব্যাপারে অত্যন্ত নীরব ভুমিকা পালন করে যাচ্ছে। তাদের এই নির্বিকার অবস্থা দেখে মনে হচ্ছে “নীরবতাই সম্মতির লক্ষণ”।

বিশেষ করে ঐ শয়তান মহিলাটি জগতের সর্বশ্রেষ্ঠতম মহা মানব, ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা) কে অত্যন্ত অশালীন ভাষায় কটুক্তি এবং বে-আদবীপূর্ণ গোস্তাখী করেই যাচ্ছে। সংগত কারনে আমি এই নিকৃষ্টতম পাপিষ্ঠা মহিলাটির নিক এখানে উল্লেখ করছি না। কিন্তু ব্লগ কর্তৃপক্ষ কি কারণে এই শয়তান মহিলাটিকে এতো আশ্রয় প্রশ্রয় দিয়ে নিজেদের ঈমানকে প্রশ্নবিদ্ধ করছেন বুঝতে পারছি না।

একজন মুসলমানের ঈমানের দাবী অনুযায়ী নিজের জান ও মালের, আত্মীয়-স্বজন, ভাই ব্রাদার, স্ত্রী-সন্তান, মা-বাবা, ভাই-বোন ইত্যাদি সব কিছুর চেয়ে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে অগ্রাধিকার দিতে হবে। সমস্ত কিছু থেকে বেশী ভালবাসতে হবে আল্লাহ এবং তার রাসুলকে। এক্ষেত্রে পবিত্র কোরআনের সুরা তাওবায় একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে।

قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَآؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُواْ حَتَّى يَأْتِيَ اللّهُ بِأَمْرِهِ وَاللّهُ لاَ يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ

এখানে আয়াতের শুধু সরল অনুবাদ দেয়া হলঃ

(হে রাসুল (সা) আপনি বলে দিন) বল, তোমাদের নিকট যদি তোমাদের পিতা তোমাদের সন্তান, তোমাদের ভাই তোমাদের পত্নী, তোমাদের গোত্র, তোমাদের অর্জিত ধন-সম্পদ, তোমাদের ব্যবসা যা বন্ধ হয়ে যাওয়ার ভয় কর এবং তোমাদের বাসস্থান-যাকে তোমরা পছন্দ কর-আল্লাহ, তাঁর রসূল ও তাঁর রাহে জেহাদ করা থেকে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা কর, আল্লাহর বিধান আসা পর্যন্ত, আর আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়েত করেন না।

বিডিটুডে কর্তৃপক্ষ কেন যে, ঐ শয়তান সাম্প্রদায়িক উস্কানীদাতা মহিলা ব্লগার নামের শয়তানটির ব্যাপারে এতো দরদীমনা বুঝলাম না। এক মন দুধের ভিতর এক ফোটা পশ্রাব পড়লে যেমন সবই বরবাদ হয়ে যায় তেমনি এই ব্লগ সাইটটিতেও ঐ শয়তান হিন্দু মেয়েটার এতো আশ্রয় প্রশ্রয় দিয়ে কর্তৃপক্ষ অগনিত পাঠক লেখক/ব্লগার ও ভিজিটরদের মনে কষ্ঠ দিয়ে কেন ক্ষোভকে উস্কে দিচ্ছে বুঝলাম না। এই শয়তানটার বজ্জাইত্যামির কারণে অনেকেই ত্যক্ত বিরুক্ত।

সে যদি কোন গঠনমূলক কিছু লিখতো তাহলে কথা ছিল। তার সমালোচনার মধ্যে যদি কোন শালীনতাপূর্ণ যুক্তি থাকতো তাহলেও আমরা কিছুটা মেনে নিতে পারতাম। সে যদি একান্ত নাস্তিক হয়, তার নাস্তিকতার পক্ষে আন্তরিকভাবে যুক্তি দিয়ে বিভিন্ন ধর্মের বিরুদ্ধে ধর্মীয় গোড়ামীর সমালোচনা করলেও না হয় মেনে নেয়া যেত।

কিন্তু এই মহিলাটি না নাস্তিক, না সেকিউলার, না কোন ভাল মানুষ। সে একজন বিকৃত রুচির শয়তান। তার বিকৃত রুচির ভাইরাস চড়াচ্ছে চতুর্দিকে বিরামহীন গতিতে এই ব্লগ সাইটের বদৌলতে। তার লেখার মধ্যে শুধু মাত্র ইসলাম বিদ্বেশ আর আল্লাহ রাসুল (সা) কে কদর্য ভাষায় গালিগালাজ করে মুসলমানদের মনে আঘাত দেয়া ছাড়া আর কিছুই নেই। অথচ কর্তৃপক্ষ এ ব্যাপারে নির্বিকার।

এই যদি হয় কর্তৃপক্ষের বাঁধাহীন লেখার অঙ্গীকার'র মাজেজা তবে ধরে নিতে হবে আমাদের ঈমান কি জিনিস তার অর্থ বুঝার যোগ্যতা এখনো অর্জন করিনি।

বিষয়: বিবিধ

২৪৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File