ইসলাম জিন্দা হুতা হ্যায় হার কারবালা কি বাদ।

লিখেছেন লিখেছেন আহমদ মুসা ৩০ জুলাই, ২০১৩, ০২:০৪:১৭ রাত

মুসলিম মিল্লাতের ইতিহাসে আরো একটি কালো অধ্যায় রচিত হলো। বেবীলনীয় সভ্যতাকে ইসলামের রঙ্গে রাঙ্গায়িত করে মিশরীয় সমাজ ব্যবস্থায় যে অবকাঠামো তৈরী হয়েছিল। তাকে ধ্বংস করে আইয়ামে জাহেলিয়ার আধুনিক ভার্ষণ নব্য ফেরাউনী শাসন ব্যবস্থাকে মিশরের জনগনের উপর চাপিয়ে দেয়ার বছরের পর বছর, যুগের পর যুগ ধরে ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে আসতেছিল ফেরাউনের আদর্শিক উত্তরসুরীরা। কিন্তু শহীদ হাসানুল বান্ন, শহীদ সাইয়েদ কুতুব, শহীদ কুতুব, আব্দুল কাদের আওদাহ, জয়নাল আল গাজ্জালী, তাহিয়া জুবেইলী সহ অসংখ্য মরদে মুমিন-মুমিনাহর রক্তে যে মাঠি উর্বর হয়েছে ইসলামের জন্য। সেই মাঠি থেকে চুড়ান্তভাবে উৎখাত হওয়ার সময় এসেছে নব্য ফেরাউনদের। আর এজন্যই তারা অন্তিম মুহুর্তে এসে মরণ কামড় দিচ্ছে। এতে ইসলামের সৈনিকদের ভীত হওয়ার কিছুই নেই। হয়তো এই তাগুতের দোষরদের মরণ কামড়ে নতুন আরেকটি কারবালার সৃষ্টি হয়েছে মিশরের রাজপথে। কিন্তু এই কারবালার পরেই চুড়ান্তভাবেই ইসলাম স্ব-মহিমায় প্রতিষ্ঠিত হবে মিশরের মাঠিতে।

আজ মনে পড়ছে মহা কবি আল্লামা ইকবালের সেই সাড়া জাগানো উক্তি-

”ইসলাম জিন্দা হুতা হ্যায় হার কারবালা কি বাদ।”

বিষয়: বিবিধ

১৪২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File