আল হামদু লিল্লাহ! মুনিবের দরবারে সেই জিনিসটাকেই সমর্পণ করলাম যা একমাত্র তার জন্যই খসুস।
লিখেছেন লিখেছেন আহমদ মুসা ২৩ জুলাই, ২০১৩, ১২:৫৮:৩৭ দুপুর
আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি। আমি আরেকটি মেয়ে সন্তানের পিতা হয়েছি।
দরুদ ও সালামের সবটুকু সেই পিতার (সা) জন্য যিনি পৃথিবীর সমস্ত নারীকুলের জন্য নিজের কণ্যাদের সীরতকে মডেল হিসেবে রেখে গেছেন।
তবে এবার আমার স্ত্রী খুব কষ্ট পেয়েছে। প্রথম ও দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে এমন কষ্ট পায়নি সে। তিন দিন ধরে তার পেইন ছিল। আজ সকাল ৮ টার সময় আমার তৃতীয় মেয়ে দুনিয়াতে এসেছে, আল হামদু লিল্লাহ সে সুস্থ আছে। কিন্তু প্রসূতিকে কিছুটা অতিরিক্ত ব্লেডিংয়ের কারণে এখনো হসপিটাল কর্তৃপক্ষ রিলিজ দেয়নি। হয়তো সন্ধ্যা পর্যন্ত ডাক্তারের অবজার্ভেশনে রাখবে।
আমি আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করছি এজন্য যে, আমার স্ত্রীকে সিজারিয়ান করাতে হয়নি। আপনারা সবাই আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। তার অপূর্ণ আশা আমার এই তিন মেয়ে সন্তান দিয়েই আল্লাহ যেন পূর্ণ করে দেন।
ফেইসবুকে এবং বিডিটুডে ব্লগে আমার স্ট্যাটাস পড়ে যারা দোয়া করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে প্রার্থণা করছি সবাইকে যেন তাদের মনের নেক বাসনাগুলো পূর্ণ করে দেন। আমিন।
মহান আল্লাহ কত মহান! কতই না দয়ালু!! আমার প্রতি একান্ত দয়া ও রহম না করলে সিজারিয়ান করানোর মতো একটা ঝুকি নেয়া থেকে রেহাই পেতান না। বিশেষ করে আমার আয়ের সাথে সংগতি রেখে রোজা এবং ঈদের বাজেটের অতিরিক্ত বড় একটা আর্থিক ধকল সামলানোর কাঠিন্যতা থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছেন।
এই রহমতের কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবো অধম বান্দা তা খুজে পাচ্ছি না। তবে হ্যাঁ মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে একটি জিনিসই তার জন্য ডেডিকেটেড রেখেছেন। এটা আশরাফুল মাখলুকাতের প্রতি তার মুনিবের জন্য একমাত্র খালেছ অংশ। এখানে দ্বিতীয় আর কারো প্রবেশাধিকার বিন্দুমাত্র সহ্য করেন না। তাই আমিও সেই জিনিসটাকেই আমার মুনিবের দরবারে একাগ্রচিত্ত্বে পেশ করলাম। ইয়া রব! তুমি কবুল কর আমার সেই ‘কপাল’কে যে কপাল দিয়ে হাজারো সুজুদ পেশ করছি তোমার দরবারে!
আমার তৃতীয় মেয়ে দুনিয়াতে আসার সময়ে যে ব্যক্তিটি অতীতের মত সব চেয়ে বেশি কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন তিনি হলেন আমার পরম শ্রদ্বেয়া মুহতারামা শাশুড়ী মা। তিনি তো আর ব্লগিং কিংবা ফেইসবুকিং কি জিনিস বুঝেন না। তাই তার প্রতি কৃতজ্ঞতা সরসারি জানানোর সুযোগ আছে আমার। তবে আপনাদের প্রতি আবেদন তার জন্যও দোয়া করবেন।
অতীতে লেখা একটি ব্লগের বিষয় বস্তু এখানে কিছুটা প্রাসঙ্গিক বিধায় তার লিংক দিলাম। ব্লগটি যারা অতীতে পড়েছেন তাদের জন্য দ্বিতীয়বার পড়ার বিরক্তিকর রিকোয়েস্টের জন্য ক্ষমা চাচ্ছি। তারা না পড়লেও চলবে।
[আমার তৃতীয় মেয়ে দুনিয়াতে আগমনের পর তার কানে মহাজাগতিক ডাক আজান ও ইক্বামাত দেয়ার ঘন্টা দুয়েক পর একটি বেশ মজার বিষয় উপভোগ করেছি যা মেয়ের আগমনের আনন্দ ও স্ত্রীর শারিরিক দুর্বল ও অসুস্থতার বেদনার মাঝেও হাসপাতালে উপস্থিত লোকজনের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি।]
বিষয়: বিবিধ
২৪০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন