গালে থাপ্পর না হয় হজম করা গেল। কিন্তু কোমরে লাথ্থি মেরে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া কি বরদাস্ত করা যায়?
লিখেছেন লিখেছেন আহমদ মুসা ০২ জুলাই, ২০১৩, ০৩:১৯:৪৮ দুপুর
আজ দুপরে মধ্যহ্ন বিরতির পূর্বে বেশ সময় নিয়ে অত্যন্ত মনোযোগ সহকারে একজন সম্মানিত ব্লগারের পোস্ট করা একটি বহুল পঠিত ( ১৬২ জন পাঠকের পরে ব্লগটি পড়ে আমারও ভাল লেগেছে) একটি লম্বা মন্তব্য টাইপ করলাম। যেই মাত্র “মন্তব্য প্রকাশ করুন” বাটনে ক্লিক করলাম। সাথে সাথে রিপ্লাই আসলো “you are blocked",। মনে একটু কষ্ট পেলাম বৈকি! (যেহেতু সেই মুহতারাম ব্লগারের ব্লগ পাড়ায় আমার প্রবেশাধিকার নিষিদ্ধ করে দিয়েছেন তাই আমি এখানে সংগত কারণে তার নাম উল্লেখ করছি না) এতো সময় ও মনে দরদ নিয়ে মন্তব্যটি টাইপ করলাম একটু save করারও সুযোগ দিল না। কোন ব্লগার/লেখকের কাউকে অপছন্দ করা কিংবা কাউকে তার ব্লগ সাইটে প্রবেশ নিষিদ্ধ রাখা অবশ্যই তার ব্যক্তিগত ব্যাপার। এটা ব্যক্তি স্বাধীনতা হিসেবে তার রুচির প্রতি সম্মান দেখানো যেতে পারে। কোন মন্তব্যকারীর মন্তব্য সংশ্লিষ্ট ব্লগার/লেখকের ভাল নাও লাগতে পারে। তাতেও কারো আপত্তি থাকার কথা নয়। কিন্তু সংশ্লিষ্ট মন্তব্যকারীর মন্তব্যটুকু অন্তত তাকে ফেরত পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা কতটুকু ন্যায় সংগত? http://www.bdtomorrow.net ব্লগ সাইটে আমি ইদানিং কিছু লেখা লেখি করেছি। বেশ কয়েকজন ব্লগারের লেখার উপর আমার নিজস্ব মতামত ব্যক্ত করে মন্তব্যও করেছি। এই সুবিধাটা কর্তৃপক্ষ দিয়েছে বিধায় আমরা ভোগ করার সুযোগ পাচ্ছি। ফেইসবুকে আমার আইডি ইংরেজীতে লেখা "Ahmad Musa",। বাংলাতেও একইভাবে “আহমদ মুসা” নামেই আমি ব্লগ লিখেছি। তাই কর্তৃপক্ষের কাছে আমার আবেদন- “you are blocked" মেসেজ বক্সটি উদিত হওয়া মাত্রই কোন ভ্রদ্রলোকের গালে একটি থাপ্পর মারার মত অপমানজনক তিরস্কার না হয় হজম করা গেল। কিন্তু তার মন্তব্যটি তাকে save করার সুযোগ না দেয়া থাপ্পরের উপর তার কোমরে লাথি মেরে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়ার নামান্তর। সুতরাং বিষয়টি এডমিন/মডারেটর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।.
বিষয়: বিবিধ
১৫১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন