দুপুরের মধ্যহ্ন বিরতি
লিখেছেন লিখেছেন আহমদ মুসা ১৩ জুন, ২০১৩, ০৪:২৫:৪০ বিকাল
ফরজকে বাদ দিয়ে, সুন্নাত নিয়ে এতো আগ্রহ কেন? আমরা কি এই দাবী করতে পারি না যে, বাংলাদেশ মুসলিম দেশ হিসেবে নয় বরং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম হওয়ার কারণে দৈনিক পাচঁ ওয়াক্ত সালাতের সময় দেশের সরকারী-বেসরকারী সমস্ত অফিস-আদালতের কার্যক্রম মুলতবি থাকবে। এই দাবী শুধু মুসলমানদের নয়। বরং দেশের ৯৯.৯৯ পার্সেন্ট মানুষ সর্বশক্তিমান আল্লাহ বা মহান স্রষ্টার উপর বিশ্বাসী হওয়ার কারণে। এটা সৃস্টির প্রতি স্রস্টার প্রতিদিনের, প্রতিমুহুর্তের অবিরাম করুণা, দয়া ও রহমতের স্মরণে। চাই সে মুসলিম হোক কিংবা অন্য কোন ধর্মের বিকৃত হয়ে যাওয়া বিশ্বাসের কারণে রাব্বুল আলামীনের সাথে শিরকতযুক্ত বিশ্বাসী হোক। প্রেক্টিসিং মুসলিমরা হয়তো বাগ্যবান যে তারা নির্বেজাল সিরাতুল মুসতাকিমের সঠিক পথে থাকার সুযোগ পেয়েছে।
বিষয়: বিবিধ
১৬৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন