চুলকানির জ্বালা এক্কেবারে অসহ্য। এতো বাশঁ আর সইতে পারছে না।
লিখেছেন লিখেছেন আহমদ মুসা ০৯ জুন, ২০১৩, ১২:৫২:৫৩ রাত
আবারো সেই বাঁশেরকেল্লা? এখানেও তারা?
হায়রে কপাল!
এক বাশেঁরকেল্লার জ্বালাতনে এমনিতেই দিশেহারা হয়ে যা হয়েছিল তার রেশ কাটতে পারেনি এখনো।
ইন্টারনেটের আপলোড স্পীড ৭৫% কমিয়ে দেয়ার জন্য ‘শেষ মুছিবত’ বিনতে দেবদাস চক্রবর্তী খায়েশ করে এক ফরমায়েশ জারি করলেন।
পারলে পুরো ইন্টারনেট সিস্টেমটাই বন্ধ করে দিত ।
কিন্তু পারছে না কেমন যেন শরম শরম করে।
বন্ধ করলে তো ডিজিটাল ভাওতাবাজির স্লোগান পানসে হয়ে যাবে।
আপনারা বাশেঁরকেল্লা থেকে যেভাবে বাশঁ মারা শুরু করে দিলেন একের পর এক!
আপনারা বাঁশ মারলেন।
মুটেদিদি হুশিয়ারী করলেন- বাশেঁরকেল্লা বন্ধ করে দেবেন।
তাতে আপনারা কম্পিউটার ভাইরাসের মতো রাতারাতি অসংখ্যা বাশেঁরকেল্লা তৈরী করলেন। বাশেঁরকেল্লা ইউএসএ, বাশেঁরকেল্লা কেএসএ, বাশেঁরকেল্লা ইউএই, বিচিত্র সব।
বখতিয়ারের ঘোড়া থেকে শুরু করে একাত্তুরের মুরগী চোরের মুরগী পর্যন্ত সব কিছু ফিটিং করলেন মুটেদিদির দিকে।
আপনাদের দেখা দেখিতে অনেকেই অতি উৎসাহী হয়ে এক্কেবারে মুটেদিদির শাড়ীর আচঁল ধরে টানাটানি শুরু করে দিলেন।
এই সুযোগে কিছু অনলাইন ভিমরুল তো এক ধাপ এগিয়ে এক্কেবারে আঁচাইছ্যা বাশঁ মারা শুরু করলেন।
ফলে মুটেদিদির চুলকানি বেড়ে গেলো।
আমরা তো ভদ্র মানুষ।
অশালীন শব্দ ব্যবহার করতে পারি না। কিন্তু আমাদের পরিচিত কয়েকজন দুষ্ট পকৃতির লোক নাচোড় বান্দা।
শাড়ীর আচঁল ধরে টানাটানা করতে গিয়ে তারা নাকি কি যেন দেখেছে। যা দেখেছে তাতে আচাঁইছ্যা বাশেঁর আঘাতে ওখানে নাকি চুলকানি বেড়ে গেছে সীমাহীনভাবে। তাই চুলকানির জ্বালাতন সহ্য করতে না পেরে জ্বলাতঙ্ক রুগির মত একের পর এক সব কিছু তসনস করে দিচ্ছে।
শুরু করেছিল চ্যানেল ওয়ান থেকে। এখন এসে হাজির হয়েছে দিগন্ত টিভি পর্যন্ত। তাতেও সহ্য করতে পারছে না চুলকানির জ্বালা। ইন্টারনেটের কানেকশনটাও শেষ পর্যন্ত কেটে দিবে।
হয়তো তা বাস্তবে দেখতে পাবেন যেকোন সময়।
চুলকানির জ্বালায় নিজের মাথার চুল নিজেই কেটে ফেলবে।
গ্রাম-বাংলার একটি রেওয়াজ আছে-
কোন মেয়ে যেনা-ব্যবিচার করলে তাকে মাথার ঝুঁটা (মেয়েদের লম্বা চুলের অংশ) কেটে অপমানজনভাবে শাস্তি দেয়া হয়। এখন আপনারাই তো বুঝতে পারছেন বাশেঁরকেল্লার ঠেলায় যেভাবে চুলকানি শুরু হয়ে গেছে তাতে মারাত্মক বিষে ধরেছে। তা না হলে নিজের চুল নিজে কেটে ফেলার মত ত্রাহি মদুসুধন আবস্থা সৃষ্টি হতো না
বিষয়: বিবিধ
২৫৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন