মুসলিম রাষ্ট্রে কাফিরদের সুবিধা

লিখেছেন লিখেছেন শুকনা মরিচ ২১ জুন, ২০১৩, ০৯:০১:৫৩ রাত

মুসলিম রাষ্ট্রের কায়েম হওয়ার কথা শুনলেই কাফিররা ভয় পায়।কিন্তু কেন?মুসলিম রাষ্ট্রে তাদের কি সুবিধা আছে তা কি তারা জানে?

১.মুসলিমদের জন্য যে হদ্দ আছে তা তাদের জন্য প্রযোজ্য নয়।তবে যদি তাদের ধর্মগ্রন্থও একই শাস্তির কথা বলে সেক্ষেত্রে তা মানা হবে।

২.রাষ্ট্র প্রধানকে সব সময় কাফিরের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে।১ জন কাফিরও যদি তার কোনো পদক্ষেপে মুসলিমদের প্রতি খারাপ ধারণা পোষণ করে তার জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।

৩.সব ধর্মের লোকেরই নিজের ধর্ম পালনের অধিকার থাকবে।"ধর্মে কোনো জবরদস্তি নাই"।[আল-কুরান]

৪.রাষ্ট্র প্রদত্ত সকল সুবিধা সমানভাবে ভোগ করতে পারবে।

৫.তবে,রাষ্ট্রের প্রতি কিছু দ্বায়িত্ব পালন তাদের জন্য বাধ্যতামুলক হবে না।যেমন:যাকাত তোলা বা এজন্য মানুষকে উতসাহ দেয়ার কাজসহ এধরনের কাজ করতে সে বাধ্য থাকবে না।

৬।সকল মুসলিমের মত তারও রাষ্ট্রীয় ব্যাপারে নাক গলানোর সমান অধিকার থাকবে।

তাহলে মুসলিম রাষ্টরে ভিআইপি কারা?এরপরও তারা কেন ভয় পায় আল্লাহই ভাল জানেন।যারা ইসলামী রাষ্ট্রকে ভয় পান দয়া করে জানাবেন।

বিষয়: বিবিধ

১০৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File