হায় বিডিনিউজ! হায় সাংবাদিকতা!
লিখেছেন লিখেছেন সিকদারমোহাম্মদ ২১ জুন, ২০১৩, ০৮:৩৪:৫২ রাত
শনিবার(১৫জুন দিবাগত রাত) ১টা ৩২মিনিটে বিডিনিউজ একটি সংবাদ পরিবেশন করে , যা ছিল এরকম “বুলবুলের জয় নিশ্চিত হওয়ার পর শনিবার(১৫জুন দিবাগত রাত) রাত সোয়া ১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরকর্মীরা ‘আনন্দ মিছিল’ বের করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা ”। বিডি নিউজের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক, শুধুমাত্র তার বরাতেই লেখা হয় যে, “বঙ্গবন্ধু হলের সামনে থেকে শতাধিক শিবির ক্যাডার আনন্দ মিছিল বের করে। এসময় তারা পাঁচটি হাত বোমার বিস্ফোরণ ঘটায় এবং বেশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।"
এই সংবাদের শিরোনাম করা হয় ‘রাজশাহীতে বোমা ফাটিয়ে উদযাপন শিবিরের’ কিন্ত গুলির কথা বিস্তারিত খবরের বর্ননায় কেন যে লিখলনা তা বোধগম্য হলো না, অথচ বোমা ফাটানোর খবর কোন পুলিশ বা কোন সাধারণ ছাত্রের বরাত দিয়ে পরিবেশন করতে পারেনি, বরং পুলিশের যে ভাষ্য ছেপেছে তাতে পুলিশও বোমা ও গুলির বিষয় নিশ্চিত করেনি । এই বিষয়ে বিডি নিউজ যা লিখেছে তা ছিল ঠিক এ রকম- “মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাম্পাসে শিবিরকর্মীরা ‘আনন্দ মিছিল’ করেছে বলে আমি শুনেছি। তবে বোমা বিস্ফোরণ বা গুলির ঘটনার বিষয়ে আমি নিশ্চিত নই।”সংবাদের এক স্হানে তারা এরকমও ছাপিয়েছে-“ বোমা ফাটানোর বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ”। তারপরও কিভাবে সংবাদে বোমা ফাটানোর বিষয় শিরোনাম হয় তা আমার মতো ক্ষুদ্র পাঠকের মাথায় আসে না ।
কেবল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান মিলনের ‘কান নিয়েছে চিলে’ জাতীয় খবর ছেপেছে তাদের খবরের একমাত্র উৎস হিসেবে,যাতে তিনি বলেন,“বিষয়টি শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। তাও নাকি রাত দেড় টার দিকের কথা ।
মজার বিষয় হলো, মিছিলের সাথেই পেছনে পুলিশ ভ্যান ছিল, অথচ বোমা বা গুলি ফাঁটানোর পরও পুলিশ শিবিরের লোকজনকে গ্রেফতার না করে, কেন উল্টো নির্বিগ্নে মিছিল করতে দিল?
আরো মজা পেয়েছি এই সংবাদটি পড়ে এই জন্য যে, বিডি নিউজ রির্পোটার আবার শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির ফেসবুক আইডি খুঁজে তার স্ট্যাটাস ছাপিয়েছেন এবং তাও আবার রাত ২টা ৫৬ মিনিটের স্ট্যাটাস । ফেইসবুক স্ট্যাটাসে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি যা লিখেছিলেন, তা স্কীনসর্টসহ উল্লেখ করা হয় বিডি নিউজের খবরে ।স্ট্যাটাসটি ছিল এরকম --“আলহামদুলিল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিজয় মিছিল আজ রাত ১টায় অনুষ্ঠিত হলো।শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শেরে-বাংলা হলের সামনে দিয়ে মুজিব হল-এস এম হল- আমির আলি হল-লতিফ হল-জোহা হল- সোহরাওয়ার্দী হল-মাদার বক্স হল-জিয়া হল- হবিবুর হল হয়ে চারুকলায় এসে শেষ হল। প্রায় ৪ বছর পর পুলিশ মিছিলের পিছনে গাড়ি নিয়ে পাহাড়া দিয়ে সুন্দরভাবে মিছিল শেষ করতে সহযোগিতা করল। হায় রে পুলিশ রং বদলাতে সময় লাগে না শুধু ক্ষমতা লাগে।”পুলিশ যে মিছিলের সাথেই ছিল তা ফেসবুক স্টাটাসে যেমন বুঝা যায়, তেমনি বিডি নিউজের প্রকাশিত জনৈক শিক্ষার্থীর বরাতে পরিবেশিত খবরেও সত্যতা মেলে । এই অংশটি ছিল এ রকম-”বঙ্গবন্ধু হলের এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিবিরের মিছিলের পেছনে কয়েকজন পুলিশ সদস্যকেও তিনি দেখেছেন।”
এখন এই সংবাদ থেকে আমি যা বুঝলাম মিছিল হয়েছে তা ঠিক আছে, মিছিলের সাথে পুলিশ ছিল তাও ঠিক আছে তবে বোমা বা গুলির বিষয় কেউ নিশ্চিত করতে না পারলেও এটাকেই শিরোনাম করা হল এজন্য সংবাদের গ্রহণযোগ্যতা হারালো । অন্ততঃ আমার কাছে কিন্তু সবার কাছে তো আর না । এভাবেই আমাদের মত সাধারণ পাঠকদের সংবাদ খাইয়ে দিয়ে শরীর মন খারাপ করে দেয় ।
এত কিছু লেখার আসল কারণ হলো, ঐ রাতে চার সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলের জন্য বিভিন্ন অনলাইন পত্রিকার দিকে নজর রাখছিলাম ।এই নজর রাখতে গিয়েই যেটা নজরে আসে তার সার-সংক্ষেপ হলো, বিডি নিউজের প্রস্তুতি ভাল ছিল, কিন্তু ফলাফল পরিবেশন করতে গিয়ে তারা ফলাফল না পরিবেশন করে বা ধীর গতি করে কারা কোথায় বিজয় বা আনন্দ মিছিল বের করল, বোমা ফাটালো তার প্রতিই বেশী মনোযোগী হয়ে পড়ে । তাদের এরকম আচরণে এই বলেই শান্তনা খুঁজছিলাম-হায় বিডিনিউজ! হায় সাংবাদিকতা!
বিষয়: বিবিধ
২৩৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন