ঢাকা এয়ারপোর্ট এ হয়রানির শিকার হলে কি করবেন।

লিখেছেন লিখেছেন মোবারক ০৮ জুলাই, ২০১৫, ০৫:৩৫:২৪ বিকাল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরির স্যার সাথে সৌদি আরব পশ্চিমাঞ্চল রিপোর্টাস এসোসিয়েশন অব ইলেকট্রনিক্স মিডিয়া, ইফতার ও মত বিনিয়ম সভা'র পুরো বক্তব্য আমি পুরোপুরি নোট করি, নোট থেকে প্রবাসীদের পক্ষে কয়েকটি টিপস পাওয়া গেছে,তার মধ্য একটি খুব জরুরী প্রবাসী ভাই বন্ধুদের জন্য তাই শেয়ার করছি।

ঢাকা এয়ারপোর্ট এ হয়রানির শিকার

এই অভিযোগ দীর্ঘ দিনের কেন আপনারা হয়রানি শিকার হবেন, আজকে আপনাদের জন্য আমারা মধ্য আয়ের দেশ হতে পারছি, দেশ এগিয়ে যাচ্ছে, আপনারা যে সকল দাবী তুলে ধরেছেন, এই গুলি পুরণ করতে সরকারের তেমন কোন অর্থ খরচ হবে না বলে আমি মনে করি, সমাধান ও সহজ, আমি এই বিষয় এ প্রধানমন্ত্রী সাথে কথা বলবো।

এয়ারপোর্ট এ হয়রানির বিষয় এ আমি আপনাদের একটা কথা বলি, আপনি যদি ক্লিন থাবেন, আপনার কাছে কোন অবৈধ কোন জিনিষ না থাকে, কাস্টমস দেয়ার মতো কোন জিনিষ না থাকে তারপরেও যদি আপনাকে অযথা হয়রানি করে আপনি চিৎকার চেঁচামিচি শুরু করবেন, তখন আশেপাশের অন্যান্য অফিসার আসবে বিষয়টা দেখবে, হয়তো দেখবেন তার চাকরী ও থাকবে না অযথা প্রবাসী কে হয়রানির কারণে।

ইফতার ও আলোচনা শেষে স্যারের সাথে পরিচয় হওয়ার সময় ক্যামরা বন্দি হলাম।

বিষয়: বিবিধ

২৭১৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329160
০৮ জুলাই ২০১৫ বিকাল ০৫:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উলটা হওয়ার সম্ভাবনাই বেশি। কাস্টমস এর সবাই ই দুর্নীতিবাজ।
০৮ জুলাই ২০১৫ বিকাল ০৫:৫৮
271453
মোবারক লিখেছেন : ১২ তারিখে যাচ্ছি, ট্রাই করে দেখবো কি হয়।
329175
০৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
শেখের পোলা লিখেছেন : উনিতো বলেই খালাস৷ অন্য অফিসাররা এসে আপনার ব্যাগে যে অবৈধ কিছু পুরে দেবেনা তার গ্যারান্টিকি উনি দিয়েছেন? প্রায় সব অফিসারই এক চরিত্রের৷ কেউ সাহায্যের জন্য আপনার পক্ষ নেবে না বরং জীবন যাবার উপক্রম হবে৷
০৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
271466
মোবারক লিখেছেন : আমার সাথে হয় কিনা দেখি,হলে পরে প্রেসক্লাব যেতে বলছে নাম্বার দিয়েছে ।
329189
০৮ জুলাই ২০১৫ রাত ০৮:০২
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : পজিটিভ কিছু হবার আশা খুবই কম!
329191
০৮ জুলাই ২০১৫ রাত ০৮:০৬
এ,এস,ওসমান লিখেছেন : তাহলে আমাদের ১২ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে আপনার কি হয় সেটা দেখার জন্য Smug Smug Smug
০৯ জুলাই ২০১৫ রাত ০১:৪১
271539
মোবারক লিখেছেন : :Thinking
329192
০৮ জুলাই ২০১৫ রাত ০৮:০৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সই সই সই.... কর্মকর্তারা সবাই এক ভাগাভাগির বিষয় জড়িয়ে আছে হয়রানির উমুক্ত বন্ধী বস্তায়।
329225
০৮ জুলাই ২০১৫ রাত ১০:৪০
আফরা লিখেছেন : ধন্যবাদ ।
329360
০৯ জুলাই ২০১৫ বিকাল ০৪:২২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উলটা হওয়ার সম্ভাবনাই বেশি। কাস্টমস এর সবাই ই দুর্নীতিবাজ।
-রাইট,সহমত।
মোবারক লিখেছেন : আমার সাথে হয় কিনা দেখি,হলে পরে প্রেসক্লাব যেতে বলছে নাম্বার দিয়েছে ।
-ভা-ল ভা-ল............... ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File