ছড়াকার:সুমাইয়া বরকতউল্লাহ্ আপু' আমার মেয়ে কে নিয়ে একটি সুন্দর ছড়া লিখেছে।
লিখেছেন লিখেছেন মোবারক ১২ মে, ২০১৫, ১২:৪২:৪২ রাত
অনেক অনেক অনেক ধন্যবাদ আপু,আমি সবার জন্য আমার ব্লগ এ দিলাম।
আব্বু আমার ছবি দেখে, কী আর হবে
টেলিফোনে বলতে যদি, আসবে কবে
একটি হাসির ছবি আজ, পাঠিয়ে দিতাম
হাসিমুখে তোমার আদর, ছিনিয়ে নিতাম।
কষ্টগুলো পষ্ট করে, যায় না বলা
কেমন করে বলব আমি, শুকায় গলা
আব্বু আব্বু ডাকতে আমার, ভালো লাগে
একটি নজর দেখতে আমার, স্বপ্ন জাগে।
এই দেখো না মনটা আমার, খারাপ কত
তোমার কথা ভাবি আমি অবিরত
বলতে হবে সত্য করে আসবে বাড়ি
নইলে আমি তোমার সাথে দিলাম আঁড়ি।
বিষয়: বিবিধ
১৮৪২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই উপস্থিত ছড়াকার কেন ব্লগে অনুপস্তিত!
ধন্যবাদ মোবারক ভাই, ছড়াটা শেয়ার করার জন্যে। এই ছড়াকার নিশ্চয় আপনার পরিচিত, উনি কি এই ব্লগে আছেন? থাকলে লিংকটা দিলে উপকৃত হবো।
অনেক ধন্যবাদ আপনাকে এবং ছড়াকারকে..
মন্তব্য করতে লগইন করুন