হেল্প চাই, বিশেষ করে যারা ইসলামের উপর জ্ঞান রাখেন।
লিখেছেন লিখেছেন মোবারক ২৯ এপ্রিল, ২০১৫, ০৪:৪২:৫৩ বিকাল
১/সন্তানের সাথে পিতা মাতার আচরণ কেমন হওয়া উচিৎ। ২/পিতা মাতার কথায় কি রাগ করা যাবে। ৩/আমি কিছু দিন ধরে মায়ের একটা কথায় রাগ করে কথা বন্ধ রেখেছি। ৪/ আমার কথায় যদি পিতা মাতা রাগ করে তখন আমার কি করা উচিৎ। ৫/ আমার স্ত্রী যদি আমার মায়ের বিরুদ্বে কথা বলে তখন আমার উত্তর কেমন হওয়া উচিৎ। ৬/ স্ত্রী নামাজ মাঝে মাঝে পড়ে সব সময় পড়ার জন্য বলে ও কাজ হচ্ছে না।
বিষয়: বিবিধ
১০৫৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আগে এ বইগুলো পড়ুন,
১)পরিবার ও পারিবারিক জীবন- মাওলানা মুহাম্মদ আবদুর রহীম
২)ইসলামের নৈতিকতা ও আচরণ-বিআইআইটি
৩)নারী – মাওলানা মুহাম্মদ আবদুর রহীম
৪)আদাবে জিন্দেগী – ইউসুফ ইসলাহী
৫)স্বামী-স্ত্রীর অধিকার– সাইয়েদ আবুল আ’লা মওদুদী
তারপর আলোচনায় আসুন
দোয়া করি-
সুখী হতে শিখুন, সুখী হোন!
কবে যাচ্ছেন?
সুখ-শান্তিময় হোক আপনাদের পারিবারিক পরিবেশ!
কোন মুসলিমের উচিত নয় অপর মুসলিমের সাথে তিন দিন এর অধিক কথা বন্ধ রাখা। তাই আপনার উচিত দ্রুত কথা বলেফেলা
আর একটা হচ্ছে, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সনতুষ্টি, আর মায়ের পায়ের নিচে জান্নাত। পিতা ও মাতা বেচে থাকলো আর জান্নাত নিতে পারলোনা তার মতো হতভাগা নাই।
আর পরি না ভাইয়া
১- পিতামাতার অবাধ্যতা: কারণ, কিছু বাহ্যিক চিত্র ও প্রতিকারের উপায় Click this link
২- সন্তানের হক Click this link
৩-অধিকারীর অধিকারClick this link
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন