পঞ্চাশতম পোস্ট আটাশতম জন্মদিন।
লিখেছেন লিখেছেন মোবারক ২৫ মার্চ, ২০১৫, ১২:১৯:৫৯ রাত
জন্মদিন নিয়ে আমার প্রথম পোস্ট,কোন দিন ভাবিনি নিজের জন্মদিন লিখবো।
ব্লগ এ ফেইসবুক দেখি জন্মদিন নিয়ে মানুষ সুন্দর সুন্দর অনুভূতি শেয়ার করে সেই থেকে মনে আগ্রহ।গ্রামে বেড়ে উঠা জন্মদিন নিয়ে ছোট থেকে আলাদা আগ্রহ নিয়ে বেড়ে উঠেনি জন্মদিন বছর এর কোন মাসে কোন তারিখে তাও মনে রাখিনি।
প্রযুক্তি কারণে এখন আমরা যেনে যাই, কোন মাসের কোন তারিখে আমার জন্মদিন তারাই স্মরণ করিয়েদে। জীবনের সময়গুলো কেমন করে চলে যাচ্ছে,কতো কিছু করার পরিকল্পনা করি।
কিন্তু এখনো মাস শেষে বেতন পেয়ে নিজের পকেটে রাখতে পারিনি,আরও একটা একটা বছর কমে গেল জীবন থেকে' তারপরেও অর্থের দিক বাদ দিলে আলহামদুলিল্লাহ্ ভালো আছি।
মাস শেষে বেতন পাবো কতই না সমীকরণ করি, তবে হিসেব মিলতে চায়না।আমার জন্য দোয়া করবেন একটি সুন্দর ভবিষ্যত যেন গড়তে পারি। সকলকে ধন্যবাদ।
বিষয়: বিবিধ
৯৯৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
৫০তম পোষ্টের জন্য অভিনন্দন। জন্মদিন নিয়ে আমি ভাবি না, কারণ এটা মানুষের অর্জন নয়। এ নিয়ে মাতামাতি করাও সময় নষ্ট করার নামান্তর।
হ্যাঁ এই হিসাব মিলার নয়, এটা অফুরন্তই থেকে যাবে শেষ নিশ্বাস পর্যন্ত। অনেক শুভেচ্ছা রইল।
সমস্যার সমাধান, হিসাব মিলানো আসলে কোন ডেসটিনেশন নয়, রাস্তার নাম। মানুষ এক জীবনে খুব সামান্য সমস্যারই সমাধান বা হিসাব মিলিয়ে যেতে পারে।
আঠাশতম জন্মদিন মোবারক।
মন্তব্য করতে লগইন করুন