পেট্রোল বোমা 'ক্রস ফায়ার দুটুই আমার কাছে নিন্দনীয়।
লিখেছেন লিখেছেন মোবারক ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:৪৬:৩৭ রাত
গত এক সপ্তায় আমার প্রিয় ১৪গ্রাম দুই বার পত্রিকার শিরোনাম হয়েছে,দুই দুইটি ঘটনা এ শান্তি প্রিয় ১৪গ্রাম কে সারা এদেশের মানুষ ঘৃনার চোখে দেখছে।
আমি আমার আগের স্ট্যাটাস এ পেট্রোল বোমা যারা নিক্ষেপ করছে তাদের কে ধরে বিচার এর আহব্বান করেছিলাম,কিন্তু আমরা কি দেখলাম একটি রাজনৈতিক দলের একজন নেতা কে বিনা অপরাধেগেপ্তার করে রাতের আধারে ক্রস ফায়ার এ হত্যা ।
এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন,অপরাধী নয় আপনে কি ভাবে জানলেন,আমি এখন পর্যন্ত যত গুলি নিউজ পড়েছি,কি কারণে সাহাব উদ্দিন কে গেপ্তার কেন রাতের আধারে ক্রস তার কোন উত্তর অথবা নিউজ দেখিনি।
একজন রাজনীতিক নেতা অথবা কর্মীকে গেপ্তার করতে পারে পুলিশ অথবা ডিবি,আমি যতটুকু জানি তাদের কাজ গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাওয়া,ক্রস ফায়ার দেওয়া নয়।
শান্তি প্রিয় ১৪গ্রাম বাসীকে যে সব রাজনীতিবিদ এর রাজনীতি দিয়ে ক্রসফায়ার এর নির্দেশ দিয়ে পেট্রোল বোমা মেরে সারা দেশে আমাদের ঘৃনার পাত্রে পরিণত করছেন,ভুলে যাবেন না অন্তত পাঁচ বছরে একবার হলেও তাদের কাছে যেতে হবে।
একটি জিনিষ উল্লেখ না করলে না হবে মানীয় রেলমন্ত্রীর ১৪গ্রাম ব্যাপক উন্নায়ন করছেন এতে কোন সন্দেহ নেই।একেই সাথে যদি রাজনৈতিক সহ-অবস্থান দেখতে পেলে আমরা আরও খুশী হতাম।
রাজনীতি বিদ এরা ভুল করলে ক্ষমা চাইবেনা কারণ এটা তাদের ইজ্জত এর ব্যাপার, মিয়ারবাজার পেট্রোল বোমা নিহত এবং সাহাব উদ্দিন এর মত এমন মূত্য আমরা আর দেখতে চাইনা,কোন মা তার প্রিয় সন্তান যেন আর এমন মূত্য না দেখায়, চাই শান্তি।
সব রাজনৈতিক দলের যেহেতু কমবেশী সমর্থক আছে, আপনার সবাই মিলে হানাহানি বন্ধ করে রাজনীতি করেন, দেশ গড়েন আমরা যেন মা বাবা স্ত্রী সন্তান কে রেখে বিদেশ যেতে না হয়।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মত বিদায়.....আল্লাহ হাফেজ।
বিষয়: বিবিধ
১২৬১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিসের মালমা/টামলা!! ৮ জন নিরীহ মানুষ কে পুড়িয়ে মারার পলায়নপর আসমি ধরা পরেছে এবং দ্রুত শাস্তি হয়েছে। ব্যাস। তবে ঐ বোমাবাজ এখন জান্নাতের সিড়িতে কাদের মোল্লার সাথে খোশ গল্প করছেন এটা নিশ্চিত।
মন্তব্য করতে লগইন করুন